সিলেটে নতুন করোনা শনাক্তের সংখ্যা ২০ জন মৃত্যু ০

প্রকাশিত: ১:০৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২১ | আপডেট: ১:০৫:অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২১

মেঘলা নিউজ ডেস্ক:করোনাভাইরাসে সংক্রমিত হয়ে টানা দ্বিতীয় দিনের মতো সিলেট বিভাগে কেউ মারা যাননি। প্রায় পাঁচ মাস পর এমনটা দেখা গেল এখানে। মৃত্যুহীন সর্বশেষ চব্বিশ ঘন্টায় নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন ২০ জন।

স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় থেকে পাওয়া গেছে এমন তথ্য।

স্বাস্থ্য অধিদফতর জানায়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টার মধ্যে সিলেট বিভাগে করোনাক্রান্ত হয়ে কেউ মারা যাননি। ফলে মৃতের সংখ্যা আগের মতোই ১১৫৮ জনই আছে।

এর মধ্যে ওসমানীতে ১১৭ জনসহ সিলেট জেলায় মৃতের সংখ্যা ৯৬৭ জন। মৃতদের মধ্যে সুনামগঞ্জের ৭২ জন, মৌলভীবাজারের ৭২ জন ও হবিগঞ্জের ৪৭ জন রয়েছেন।

গত সোমবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টার মধ্যে, ৪৮ ঘন্টা তথা দুইদিনের মধ্যে সিলেট বিভাগ করোনায় মৃত্যুহীন ছিল।

সিলেট সর্বশেষ টানা দুইদিন মৃত্যুহীন ছিল গেল মে মাসের ২ তারিখ সকাল ৮টা অবধি। প্রায় পাঁচ মাস পর একই চিত্র দেখা গেল এবার।

এদিকে, গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টার মধ্যে সিলেট বিভাগে মাত্র ২০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় শনাক্ত হন ১০ জন। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ২ জন, মৌলভীবাজারের ৪ জন ও হবিগঞ্জের ৪ জন রয়েছেন।

৯৫৩ জনের নমুনা পরীক্ষা করে তাদেরকে শনাক্ত করা হয়। শনাক্তের হার ২.১০ ভাগ।

সবমিলিয়ে বিভাগে করোনাক্রান্তের সংখ্যা এখন ৫৪ হাজার ৫৫৪ জন। এর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৮০৫ জনসহ সিলেট জেলায় শনাক্তের সংখ্যা ৩৩ হাজার ৫৯৬ জন। সুনামগঞ্জের ৬২৩৯ জন, মৌলভীবাজারের ৮০৯৫ জন ও হবিগঞ্জের ৬৬২৪ জন রয়েছেন শনাক্তের তালিকায়।

সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, সর্বশেষ চব্বিশ ঘন্টায় বিভাগে সুস্থ হয়েছেন ৩৯ জন। সুস্থ হওয়াদের মোট সংখ্যা এখন ৪৮ হাজার ৭৬ জন।

তিনি জানান, বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৭৭ জন করোনা রোগী ভর্তি আছেন।

বিজ্ঞাপন
Add Custom Banar 2
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

Medical add