
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী মুক্তিযুদ্ধ লীগের সিলেট জেলা কমিটির উদ্যোগে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (২৩ আগষ্ট) রাতে দক্ষিণ সুরমার লাউয়াইস্ত মুক্তিযোদ্ধা আবু সাইদ এর বাস ভবনে অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাজী রইছ আলী’র সভাপতিত্বে ও আওয়ামী মুক্তিযুদ্ধলীগ সিলেট জেলা নির্বাহী সভাপতি এডভোকেট মুহিদ হোসেন এর পরিচালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী মুক্তিযুদ্ধ লীগের সিলেট জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোরাঙ্গ দেব গোপাল।
সভায় বক্তব্য রাখেন আওয়ামী মুক্তিযুদ্ধ লীগের সিলেট জেলা কমিটির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা রাজুউল ইসলাম তালুকদার রাজু, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু সাইদ, সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সহিদ খান, আব্দুস সক্তার প্রমুখ। দোয়া পরিচানায় করেন বীর মুক্তিযোদ্ধা সাবেক চেয়ারম্যান হাজী রইছ আলী।