সিলেটে বন্দুক ধরে গৃহবধুকে অপহরণ চেষ্টার অভিযোগে আদালতে মামলা

প্রকাশিত: ৩:৩৬ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২১ | আপডেট: ৩:৩৬:অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২১
নিজস্ব প্রতিবেদক: সিলেটে বন্দুক ধরে এক গৃহ বধুকে অপহরণ চেষ্টার অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছে।
প্রয়োজনে আসামীদের বিরুদ্ধে ২০৩ ধারা ব্যবহারের অনুমতি দিয়েছেন। মামলায় আসামীরা হলেন, বদরুর রহমান বাবর, আবুল হোসেন, রায়হান হোসেন মান্নাসহ আরো ১ জন।
মামলা সূত্রে জানাযায়, ঐ গৃহবধুকে বদরুর রহমান বাবর সিলেটের এক সাংবাদিকের বিরুদ্ধে মামলা করার জন্য চাপ দিতে থাকেন। গৃহ বধু রাজি না হওয়ায় বাবরসহ অন্যান্য আসামীরা গৃহবধুকে নানা ভাবে হুমকি দিতে থাকে। এতে তিনি বাবরকে আসামী করে শাহপরান থানায় সাধারন ডায়রী করেন।
সাধারন ডায়রী করায় বাবর ক্ষিপ্ত হয়ে গৃহ বধুকে নানা ভাবে হুমকি দিতে থাকেন। তিনি গত ০৩/১০/২০২১ ইং নগরীর বান্ধবীর বাসা থেকে পায়ে হেটে আসামর পথে সকাল ১০ টায় খরাদিপাড়া গুরস্থানে আসামাত্র বাবর গৃহবধুর বুকে কালো রঙের পিস্তল তাক করে ধরে।
অপরাপর আসামীরা গৃহবধুকে টেনে হেচড়ে নোহা গাড়িতে তুলে। গৃহবধুর চিতকারে লোকজন এসে তাকে উদ্ধার করে। এসময় আসামীরা পালিয়ে যায়।
বিজ্ঞাপন
Add Custom Banar 2
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

Medical add