সিলেটে বিএনপির গায়েবানা জানাজ আজ

প্রকাশিত: ১২:৫৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০২২ | আপডেট: ১২:৫৪:অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০২২

বিএনপির গণমিছিল কর্মসূচি ছিল গতকাল শনিবার। এই কর্মসূচি পালন করতে গিয়ে পঞ্চগড়ে পুলিশি বাধার মুখে পড়ে দলটি। এতে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষে গুলিতে নিহত হন পঞ্চগড়ের বোদা উপজেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ আরেফিন।

নিহত আব্দুর রশিদ আরেফিনের গায়েবানা জানাজা করার উদ্যোগ নিয়ে সিলেট জেলা বিএনপি।

আজ রোববার আসরের পরপরই রেজিস্ট্রারি মাঠে এই গায়েবানা জানাজা সম্পন্ন হবে।

এতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।

বিজ্ঞাপন
Add Custom Banar 2
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

Medical add