
মেঘলা নিউজ ডেস্ক: সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় পাখির ধাক্কায় বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার দেখা দেয়। তবে পরীক্ষা-নিরীক্ষা করার পর সিলেট থেকে উড়াল দিয়েছে যুক্তরাজ্যগামী ওই ফ্লাইট।
রোববার (১৪ আগস্ট) বিকাল ৩টা ৩ মিনিটে ২৯৭ জন যাত্রী নিয়ে লন্ডনের উদ্দেশে সিলেট ত্যাগ করে ফ্লাইটটি। ওই ফ্লাইট সকাল ৯টা ৪০ মিনিটে সিলেট থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল।
এর আগে রোববার সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে ঢাকা থেকে ৮৫ জন যাত্রী নিয়ে যুক্তরাজ্যে যাওয়ার উদ্দেশে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ‘বার্ড হিট’র (পাখির আঘাত) ঘটনা ঘটে। এতে উড়োজাহাজটি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিলেও যাত্রীরা নিরাপদে অবতরণ করেন।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমেদ রোববার সন্ধ্যায় সিলেটভিউ-কে জানান, পাখির আঘাতের উড়োজাহাজটি পরীক্ষা-নিরীক্ষা করে দেখা প্রয়োজন হয়। তাই ঢাকা থেকে প্রকৌশলীরা এসে মেরামত করার পর বিকাল ৩টা ৩ মিনিটে ২৯৭ জন যাত্রী নিয়ে উড়োজাহাজটি সিলেট থেকে উড়াল দেয়। মূলতঃ ওই বিমানে কোনো ত্রুটি দেখা দেয়নি।