সিলেটে বুদ্ধিপ্রতিবন্ধী শিশু নিখোঁজ

প্রকাশিত: ২:১৭ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২১ | আপডেট: ২:১৭:অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২১

নিজস্ব প্রতিবেদক : সিলেটের ওসমানীনগর থানাধিন শিশু পল্লী থেকে বুদ্ধিপ্রতিবন্ধী আরজু মিয়া (১০) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। গত ৫ অক্টোবর বিকালে সে নিখোঁজ হয়। এ ঘটনায় শিশু পল্লীর সহকারী পরিচালক মো. মাজহারুল ইসলাম ওসমানীনগর থানায় একটি সাধারণ ডায়রি আবেদন করেছেন।

সাধারণ ডায়রির বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল বনিক।

শিশু পল্লীর সহকারী পরিচালক জিডিতে উল্লেখ করেন, ওই শিশুসহ পল্লীতে মোট ১২৩ জন শিশু বসবাস করছে। এর মাঝে আরজু কিছুটা বুদ্ধিপ্রতিবন্ধী। অল্প কথা বলে এবং সে সিলেটসহ বিভিন্ন অঞ্চলের ভাষায় কথা বলে। সে গত মাসের ৬ তারিখেও একই ভাবে হারিয়ে গিয়েছিলো। যার কারণে শিশু পল্লী কর্তৃপক্ষ থেকে একটি জিডি আবেদন করা হয় এবং পরবর্তীতে বালাগঞ্জ এলাকায় তাকে খোঁজে পাওয়া যায়। ঠিক একই ভাবে সে গত ৫ অক্টোবর বিকাল ৫ টার দিকে শিশু পল্লীর খেলার মাঠে খেলতে গিয়ে ফের নিখোঁজ হয়।

নিখোঁজ আরজুর সন্ধান পেলে সিলেটের ওসমানীনগর থানায় কিংবা শিশু পল্লীর সহকারী পরিচালক মো. মাজহারুল ইসলামের ব্যবহৃত মোবাইল নম্বর- ০১৭৬৭-০৫৫৪৯৮/ ০১৭১১৩৭২৫২৭-এ যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞাপন
Add Custom Banar 2
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

Medical add