
নিজস্ব প্রতিবেদক : সিলেট নগরী থেকে পাঁচ লক্ষ পঁচিশ হাজার পিস ভারতীয় পাতার বিড়িসহ ২ চোরাকারবারীকে গ্রেফতার করেছে র্যাব-৯।
গ্রেফতারকৃতরা হলেন,১। মোঃ নাসির উদ্দিন (২২), সে গোয়াইনঘাট থানার পাচছেউতি গ্রামের নিজাম উদ্দিনের ছেলে, ২। আলামিন (২২)। সে গোয়াইনঘাট থানার নয়াখেল গ্রামের আব্দুল গফুরের ছেলে।
জানা যায়, আজ সোমবার (১৬ আগষ্ট) সকাল ৬টা ৫০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সামিউল আলম এর নেতৃত্বে
সিপিএসসি (ইসলামপুর ক্যাম্প) এর একটি আভিযানিক দল সিলেট নগরীর চৌহাট্টা এলাকায় অভিযান চালায়। এসময় পাঁচ লক্ষ পঁচিশ হাজার পিস ভারতীয় পাতার বিড়িসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে র্যাব-৯ এর মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামত সমূহ সহ এসএমপি-সিলেট এর কোতয়ারী থানায় হস্তান্তর করা হয়েছে।