সিলেটে ভিডিপি সদস্যদের মৌলিক ও কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন

প্রকাশিত: ৭:৫৬ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২১ | আপডেট: ৭:৫৬:অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২১

নিজস্ব প্রতিবেদক: সিলেট জেলা আনসার-গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আওতাধীন জেলার ১৩০ জন বাছাই পরীক্ষায় উত্তীর্ণ ভিডিপি সদস্যদের ২১ দিন মেয়াদী অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণ এবং সিলেট ও সুনামগঞ্জ জেলার ৩০ জন ভিডিপি সদস্যদের ৭০ দিন মেয়াদী বেসিক কম্পিউটার শুরু হয়েছে।

সিলেট নগরীর আখালিয়াস্থ জেলা আনসার-গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যালয়ে সম্মেলন কক্ষে অস্ত্র সহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণ ও বেসিক কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান অতিথি সিলেট আনসার-গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রেঞ্জ উপ-মহাপরিচালক মোঃ নূরুল হাসান ফরিদী।

আনসার-গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিলেট জেলা কমান্ড্যান্ট ও কোর্স অধিনায়ক এনামুল খাঁন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রশিক্ষণ কর্মকর্তা, ফেঞ্চুগঞ্জ উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মোঃ মাহমুদুল হক।
সার্কেল অ্যাডজুটান্ট ও কোয়ার্টার মাষ্টার এএসএম এনামুল হকের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশিক্ষণের সাথে জড়িত প্রশিক্ষক সহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও প্রশিক্ষার্ণীবৃন্দ।

সিলেট জেলার ১৩ উপজেলা থেকে বাছাইকৃত ১৩০ জন ভিডিপি সদস্য এ প্রশিক্ষণ কোর্সে অংশ নেন। প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণে শরীর চর্চা, হালকা অস্ত্র চালনা, জঙ্গিবাদ ও সন্ত্রাস দমন, মাদক প্রতিরোধ, ইভটিজিং, বাল্য বিবাহ রোধ, পরিবার পরিকল্পনা, হাঁস-মুরগী ও পশু পালন, মৎস্য চাষ, পয়ঃপ্রণালী আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক, সংগঠনের পরিচিতি সহ উন্নয়নমূলক প্রশিক্ষণ দেয়া হবে। প্রশিক্ষণে বিভাগীয় প্রশিক্ষক ছাড়াও ৮টি বিভাগের কর্মকর্তাগণ এ প্রশিক্ষণে অতিথি বক্তা হিসেবে ক্লাস নিবেন।

প্রধান অতিথি নূরুল হাসান ফরিদী বলেন, এই প্রশিক্ষণ লব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে ভিডিপির সদস্য নিজেরা স্ববলম্বী হওয়া, দেশ, সমাজ ও পরিবারকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিতে হবে। দেশগড়ায় অবদান রাখতে হবে। তিনি সুষ্ঠু ভাবে প্রশিক্ষণ সম্পন্ন করার সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।

বিজ্ঞাপন
Add Custom Banar 2
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

Medical add