
নিজস্ব প্রতিবেদক: বিমানবন্দর থানা এলাকার লাউগুল গ্রামবাসীকে মিথ্যা মামলা ও হয়রানীর প্রতিবাদে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ডাকাত সর্দার আলাউদ্দিনের গ্রেপ্তার ও তার বড়ভাই সোহেল আহমদের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী।
শুক্রবার (০১ অক্টোবর) বিকেল ৩টায় শহরতলির খাদিমগরের লাউগুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামেন সর্বস্তরের গ্রামবাসীর উদ্যোগে মানববন্ধন করা হয়।
বিশিষ্ট মুরুব্বি নেছার মিয়ার সভাপতিত্বে ও সেলিম উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খাদিমনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও লাউগুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাসুক মিয়া।
মানববন্ধনে বক্তারা বলেন, সোহেল ও আলাউদ্দিন পরিবারের কাছে লাউগুল গ্রামবাসী দীর্ঘদিন থেকে জিম্মি হয়ে আছে। আলাউদ্দিন এলাকায় মাদক, জমি দখল, ডাকাতি ও চোরাচালনসহ অসংখ্যা অপরাধের সঙ্গে জড়িত।
মানববন্ধনে বক্তারা আরো বলেন আলাউদ্দিন একজন কুখ্যাত ডাকাত তার বিরুদ্ধে সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে অসংখ্যা মামলা রয়েছে। তার ভাই সোহেল আহমদ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য থাকার সুবাদে এলাকায় সে নির্বিঘ্নে তার অপরাধ কর্মকান্ড পরিচালনা করছে। তার বিরুদ্ধে কিছু বললে এলকাবাসীকে হামলা, মামলা দিয়ে হয়রানী করে আসছে।
মানববন্ধনে অন্যাদের মাঝে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, বিশিষ্ট মুরুব্বি তারা মিয়া, জালাল উদ্দিন, আব্দুল হান্নান, আব্দুল খালিক, আব্দুল মালিক, আব্দুর রউফ।