
মেঘলা নিউজ ডেস্ক: সিলেট বিভাগে গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া সবাই সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে করোনায় মত্যুর সংখ্যা ১ হাজার ৮২।
এদিকে গত ২৪ ঘণ্টায় ৮৮৮ জনের নমুনা পরীক্ষায় ১০৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১২ দশমিক ২৭ শতাংশ। বিভাগে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৫৩ হাজার ৯২ জনের। বৃহস্পতিবার দুপুরে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, বিভাগে করোনার সংক্রমণের ঊর্ধ্বগতি ছিল গত জুনের শেষ দিক থেকে। সে সময় থেকে ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় ৩০ শতাংশের ওপরে করোনা শনাক্ত হতো। গত ২ আগস্ট সর্বোচ্চ ৪৩ দশমিক ৬৫ শতাংশ করোনা শনাক্ত হয়েছিল। সম্প্রতি করোনা শনাক্তের হার কিছুটা নিম্নমুখী হয়। গত মঙ্গলবার থেকে সংক্রমণের হার ১০ শতাংশের কোঠায় নেমে এসেছে। তবে আজ আবার সংক্রমণের হার ১০ শতাংশের কোঠা অতিক্রম করেছে।
গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে সিলেট জেলায় ৫২, সুনামগঞ্জে ২৩, হবিগঞ্জে ২০ ও মৌলভীবাজারে ১৪ জন রয়েছেন। এ নিয়ে বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা ৫৩ হাজার ৯২। তাঁদের মধ্যে সিলেট জেলার ৩২ হাজার ৭২৫, সুনামগঞ্জের ৬ হাজার ১১৩, হবিগঞ্জের ৬ হাজার ৪৭৭ ও মৌলভীবাজারের ৭ হাজার ৭৭৭ বাসিন্দা রয়েছেন।
সবশেষ ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে বিভাগে মারা গেছেন ৭ জন। মোট মারা যাওয়া ১ হাজার ৮২ জনের মধ্যে সিলেট জেলার ৮৯২, সুনামগঞ্জের ৭২, হবিগঞ্জের ৪৬ ও মৌলভীবাজারের ৭২ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে নতুন করে ৪৮০ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া ব্যক্তির সংখ্যা ৪৪ হাজার ২৭৮।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হিমাংশু লাল রায় বলেন, সিলেট বিভাগে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১৬৫। তাঁদের মধ্যে ১১০ জন চিকিৎসা নিচ্ছেন সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে। এ ছাড়া সুনামগঞ্জে ২৬, হবিগঞ্জে ১৪ ও মৌলভীবাজারে ১৫ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।