
মেঘলা নিউজ ডেস্ক: নানা জল্পনা-কল্পনার পর আজ মঙ্গলবার সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের কমিটি অনুমোদন দেয়া হলেও কমিটি ঘোষণার পরপরই দ্রোহের আগুন ছড়িয়ে পড়েছে পুরো নগরীজুড়ে। জেলা ও মহানগররের নতুন দুটি কমিটিকে প্রত্যাখ্যান করেছেন পদবঞ্চিত সাবেক নেতৃবৃন্দ ও তাদের অনুসারীরা।
এই অবস্থায় আগামীকাল বুধবার (১৩ অক্টোবর) বিকেলে সিলেটের দুটি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করবেন পদবঞ্চিত নেতৃবৃন্দ ও তাদের অনুসারীরা। সংবাদ সম্মেলনে তারা ‘জেলা ও মহানগর কমিটির ৪টি পদ ১ কোটি ২০ লাখ টাকায় বিক্রি’র বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন বলে জানা গেছে।
এ বিষয়ে জেলা ছাত্রলীগের আগের কমিটির সভাপতি শাহরিয়ার আলম সামাদ মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে গণমাধ্যমকে বলেন, ‘কমিটি গঠন নিয়ে গত চার বছর নানা টালবাহান হয়েছে। আমি তার প্রত্যক্ষদর্শী। চার বছর পর টাকার বিনিময়ে মাত্র চারজনকে দায়িত্ব দিয়ে নতুন নেতৃত্ব বিক্রি করা হয়েছে। ১ কোটি ২০ লাখ টাকার বিনিময়ে এসেছে এই আংশিক কমিটি। এ বিষয়ে আমি কেন্দ্রে লিখিত অভিযোগ করাবো। তার আগে সংবাদ সম্মেলন করে পুরো বিষয়টি তুলে ধরব, এবং সেটি কালই (বুধবার) করবো। ’
প্রসঙ্গত, মঙ্গলবার (১২ অক্টোবর) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য জেলা ও মহানগর কমিটির সভাপতি ও সম্পাদকের নাম ঘোষণা করেন।
সিলেট জেলা ছাত্রলীগের নতুন সভাপতি হয়েছেন মো. নাজমুল ইসলাম আর সাধারণ সম্পাদক হয়েছেন রাহেল সিরাজ। অপরদিকে, সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি হয়েছেন কিশোয়ার জাহান সৌরভ ও সাধারণ সম্পাদক হয়েছেন নাঈম হাসান।