
মেঘলা নিউজ ডেস্ক: সিলেট জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জয়নাল আবেদীন। আজ শনিবার (১৮ সেপ্টেম্বর) জেলা পরিষদ কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, অ্যাডভোকেট মাহফুজ আহমদ, কোষাধ্যক্ষ শমশের জামাল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোস্তাক আহমদ পলাশ, অ্যাডভোকেট আজমল আলীসহ সিলেট জেলা আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় সিলেট জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রাপ্ত চেয়ারম্যান জয়নাল আবেদীন সকল নেতৃবৃন্দের দোয়া ও সহযোগিতা কামনা করেন।