
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি এডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য্যর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কৃপেশ পালের পরিচালনায় সংগঠনের নব গঠিত কমিটির পরিচিতি সভা পবিত্র গীতা, পবিত্র ত্রিপিটক ও পবিত্র বাইবেল পাঠের মাধ্যমে শুরু হয়।
সভার কার্যক্রমের প্রারম্ভিকে এই সংগঠনের প্রাণ পুরুষ, জন্মলগ্ন থেকে আমৃত্যু সভাপতির দায়িত্ব পালন করা, মহান মুক্তিযুদ্ধের ৪নং সেক্টরের কমান্ডার মেজর জেনারেল চিত্তরঞ্জন দত্ত বীর উত্তম সহ সংগঠনের নেতৃবৃন্দ এবং পরিজনের মৃত্যুতে এক মিনিট নীরব শ্রদ্ধা প্রদর্শনসহ শোক প্রস্তাব গ্রহণ করা হয়।
সভায় সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সহ-সম্পাদক মলয় পুরকায়াস্থ বিজয় কৃষ্ণ বিশ্বাস, সিলেট জেলা শাখার সভাপতি মন্ডলী সদস্য বিজয় কৃষ্ণ বিশ্বাস, পূজা উদযাপন পরিষদের সিলেট জেলা সভাপতি গোপিকা শ্যাম পুরকায়স্থ, সুব্রত দেব, মহানগর সভাপতি সুব্রত দেব, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব, ফিলিপ বিশ্বাস, অধ্যাপক বরণ রায় চৌধুরী ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ, সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক কৃপেশ পাল সাধারণ সম্পাদক।
পরিশেষে সভাপতি এ্যাডভোকেট প্রদীপ ভট্টাচার্য্য নব গঠিত কমিটির কর্মকর্তাবৃন্দ কে সভায় পরিচয় করিয়ে দেন। মধ্যাহ্নের বিরতির পর শুরু হয় দ্বিতীয় অধিবেশন প্রেসিডিয়াম এর বরিষ্ট সদস্য বীর মুক্তিযোদ্ধা সুবল চন্দ্র পাল এর সভাপতিত্বে সংগঠনের প্রথম সভায় সংগঠনের কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনার লক্ষে দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন- অরুন কুমার বিশ্বাস, ধনঞ্জয় দাস ধনু, সুদীপ দেব, সুব্রত চক্রবর্তী জুয়েল, ভানু লাল দাস, নিরেশ দাস, অধ্যক্ষ রবীন্দ্র দেব নাথ, চয়ন পাল, গোপাল কৃষ্ণ দেব নাথ, লিটন পাল, সুলাল চৌধুরী, বিধু ভূষণ দাস, মিথিন পাল, রাজেশ সরকার, শঙ্কর দাস শঙ্কু প্রমুখ।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার দায়িত্বশীলগণ হচ্ছেন- সভাপতি এডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য্য, সভাপতিমন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা সবুল চন্দ্র পাল, বীল মুক্তিযোদ্ধা গোপিকা শ্যাম পুরস্কায়স্থ, এডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস, দিলিপ বিশ্বাস, বরণ রায় চৌধুরী ও অহি ভূষণ দেব, সাধারণ সম্পাদক কৃপেশ পাল, যুগ্ম সাধারণ সম্পাদক নিরেশ দাস, মানিক লাল দে, এডভোকেট রঞ্জন ঘোষ, নিধু ভূষণ দাস ও চয়ন পাল, সাংগঠনিক সম্পাদক বিভাষ শ্যাম পুরকায়স্থা যাদন, এডভোকেট পঙ্কজ দাস ও অরুন কুমার বিশ্বাস, সহ সাংগঠনিক সম্পাদক অরবিন্দু বর্মন বিন্দু, হীরক দেব ও রবীন জোহর দাস, অর্থ সম্পাদক অনুকুল সূত্রধর, সহ-অর্থ বিষয়দক সম্পাদক হারাধন দেব, দপ্তর সম্পাদক অমলেন্দু পুরকায়স্থ অমল, সহ-দপ্তর সম্পাদক শিব প্রসাদ ভট্টাচার্য্য, প্রচার সম্পাদক চিত্রশিল্পী ভানু লাল দাস, সহ-প্রচার সম্পাদক অশোক শর্মা, গণসংযোগ বিষয়ক সম্পাদক অরুণ দেবনাথ সাগর, সহ-গণসংযোগ বিষয়ক টিটু ঘোষ, যুব বিষয়ক সম্পাদক ধনঞ্জয় দাস ধনু, সহ-যুব বিষয়ক সম্পাদক সুবিনয় মল্লিক, ছাত্র বিষয়ক সম্পাদক অনিরুদ্ধ ভট্টাচার্য্য অভি, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক পিংকু দত্ত, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট সন্তু দাস, সহ-আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শরবিন্দু দে, মহিলা বিষয়ক সম্পাদক বীনতা দেবী, সহ মহিলা বিষয়ক সম্পাদক শ্যামলী রায়, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক এডভোকেট বিপ্লব চক্রবর্তী, সহ-শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক এডভোকেট ভ্রমর দেব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক ধ্রুব জ্যোতি দে, সহ- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক অশিষ দে, প্রকাশনা বিষয়ক সম্পাদক তপন চৌধুরী টুটুল, সহ-প্রকাশনা বিষয়ক সম্পাদক উত্তম ঘোষ, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শংকর দাস শঙ্কু, সহ-ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক রথিলাল দাস, সংস্কৃতিক বিষয়ক সম্পাদক ডি.কে জয়ন্ত, সহ-সংস্কৃতিক বিষয়ক সম্পাদক সুমন্ত গুপ্ত, আদিবাসী বিষয়ক সম্পাদক শ্রীবাস মাহালী, সহ- আদিবাসী বিষয়ক সম্পাদক রনজিৎ পাত্র, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক বিশ্বজিৎ চক্রবর্ত্তী (আপন), সহ-শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক রাখু রায়, রাজনীতি বিষয়ক সম্পাদক ভানু লাল দাস, সহ-রাজনীতি বিষয়ক সম্পাদক বিপ্লব পুরকায়স্থ, পেশাজীবী বিষয়ক সম্পাদক এডভোকেট বিভাবসু গোস্বামী বাপ্পা, সহ-পেশাজীবী বিষয়ক সম্পাদক রাজু দেব, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক অমলেন্দু দে অমল, সহ প্রশিক্ষক বিষয়ক সম্পাদক বিবেক কর, সদস্য বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্ত্তী জুয়েল, এডভোকেট প্রহলাদ দেব, এডভোকেট প্রশান্ত কুমার পাল, বীর মুক্তিযোদ্ধা রমাপদ ভট্টাচার্য্য, এডভোকেট কল্যাণ ব্রত চৌধুরী, মলয় পুরকায়স্থ, তপন মিত্র, সুব্রত দেব, সুভাষ পাল ছানা, বীর মুক্তিযোদ্ধা মতিলাল মোহন্ত, শেখর দাস, দিবাকর ধর রাম, অখিল বিশ্বাস, দুর্গা কুমার দাস, শৈলেন কর, হিমাংশু রঞ্জন দাস (ইউপি চেয়ারম্যান), বিজন কুমার ধর, রাসেল দাস অলি, এডভোকেট অরুপ শ্যাম বাপ্পি, দুলাল বিশারদ, এডভোকেট বিপ্লব দে মাধব, সুব্রত রঞ্জন সেন মঙ্গল, বিশ্বজিৎ দেব রায় বিশু, বীর মুক্তিযোদ্ধা রনজিৎ ধর, এডভোকেট শংকর দেব, বিজিত কৃষ্ণ গোস্বামী, এডভোকেট প্রবীর ভট্টাচার্য, কিরিটি শর্মা, পঞ্চু বাড়াইক, হরিদাস পাল শাওন, লিটন পাল, শশধর দাস, রাঘব চক্রবর্ত্তী, নৃপেন্দ্র দাস, মিহির লাল দাস, নরেন্দ্র কুমার বিশ্বাস, সুনীল দেব নাথ, সুদীপ দেব, দিলিপ দেব, প্রদীপ দেব, কানাইলাল দত্ত, সুব্রত দেব, রাজেশ চক্রবর্ত্তী, নৃপেন্দ্র কুমার দেব, ক্ষিতিস সরকার, পলাশ দাস।