সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা রাজু বহিষ্কার

প্রকাশিত: ১:১২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২১ | আপডেট: ১:২৬:অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২১

মেঘলা নিউজ ডেস্ক: বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, সিলেট জেলা শাখার সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল গফফার রাজুকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

স্বেচ্ছাসেবক লীগ, সিলেট জেলা শাখার সভাপতি আফসার আজিজ এবং সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমদ কয়েছ আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের বিষয় জানানো হয়।

দলীয় শৃঙ্খলাপরিপন্থী কাজে জড়িত থেকে দলের ভাবমূর্তি ক্ষুন্ন ও গঠনতন্ত্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আব্দুল গফফার রাজুকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানান তারা। আজ শনিবার (৪ সেপ্টেম্বর) সংগঠনের কেন্দ্রীয় নেতাদের নির্দেশক্রমে জারি করা এই বহিষ্কার আদেশ অনতিবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়।

আরো পড়ুন: নব-নির্বাচিত সাংসদ হাবিবকে সিলেট মহানগর আ.লীগের অভিনন্দন

বিজ্ঞাপন
Add Custom Banar 2
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

Medical add