
মেঘলা নিউজ ডেস্ক: সিলেট নগরীতে করোনা ভাইরাসের দ্বিতীয় পর্যায়ের গণটিকা কার্যক্রমের দ্বিতীয় দিনে বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত ১২ হাজার ৭৯০ জন পুরুষ ও ১২ হাজার ২৫৩ জন নারীকে টিকা দেওয়া হয়েছে। অর্থাৎ মোট ২৫ হাজার ৪৩ জন নারী পুরুষ টিকা নিয়েছেন। সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) কর্তৃক ৮২টি টিকাদানকেন্দ্রে একযোগে টিকা দেওয়া হয়।
টিকা দেওয়ার বিষয়টি নিশ্চিত করে সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম সুমন জানিয়েছেন, বুধবার সিলেট পুলিশ লাইন্স হাসপাতালে মডার্না টিকার সেকেন্ড ডোজ নিয়েছেন মোট ৩৫১ জন। এদের মধ্যে পুরুষ ১৯৬ জন ও নারী ১৫৫ জন।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল মডার্না দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ হাজার ৯৮৮ জন। এদের মধ্যে পুরুষ ১ হাজার ৩৩৪ জন ও নারী ৬৫৪ জন। সিনোফার্মের প্রথম ডোজ নিয়েছেন ১ হাজার ৩৯৫ জন; পুরুষ ৯৬৬ জন ও নারী ৪২৯ জন এবং একই টিকা দ্বিতীয় ডোজ নিয়েছেন ১৪ জন; পুরুষ ১১ জন ও নারী ৩ জন।
অন্যদিকে সিলেট সিটি কর্পোরেশনের অস্থায়ী টিকাদান কেন্দ্রে কোভিশিল্ড প্রথম ডোজ দেয়া হয়েছে ৮০ জনকে। এদের মধ্যে পুরুষ ৬৪ জন ও নারী ১৬ জন। কোভিশিল্ড দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে ৩০ জনকে; পুরুষ ২০ জন ও নারী ১০ জন।