সিলেট নগরীতে দুর্গাপূজা উদযাপনে পুলিশের যেসব নির্দেশনা মানতে হবে

প্রকাশিত: ১০:০২ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০২১ | আপডেট: ১০:০২:অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০২১

প্রেস বিজ্ঞপ্তি:  সিলেটসহ সারাদেশে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান সার্বজনীন শারদীয় দুর্গাপূজা আচার-অনুষ্ঠান আগামীকাল ১১ অক্টোবর (সোমবার) থেকে শুরু হবে। চলমান করোনা পরিস্থিতিতে আসন্ন দুর্গাপূজায় স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত ও নিরাপত্তা বিষয়ে সনাতন ধর্মাবলম্বীদের জন্য বেশ কিছু নির্দেশনা দিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

শনিবার (৭ অক্টোবর) রাতে এসএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্লাহ তাহের এক বিজ্ঞপ্তিতে জানান, নির্দেশনাসমূহের মধ্যে রয়েছে- যেসব পূজামন্ডপে বা মন্দিরে জনসমাগম ঘটে সেগুলোতে মাইকিং ও স্বেচ্ছাসেবকদের মাধ্যমে শৃঙ্খলা বজায় রাখার ব্যবস্থা করতে হবে। স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে হবে। পূজামন্ডপের প্রবেশপথে দৃশ্যমান স্থানে স্বাস্থ্যবিধি সম্বলিত ব্যানার স্থাপন করতে হবে।

স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিতে পুরুষ ও নারীদের জন্য পৃথকভাবে হাত ধোয়া, হ্যান্ড স্যানিটাইজার, সাবান ও পানির পর্যাপ্ত ব্যবস্থা নিশ্চিত করা ও থার্মাল স্ক্যানারের মাধ্যমে তাপমাত্রা পরিমাপের ব্যবস্থা রাখতে হবে। পূজামন্ডপে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে। নিজস্ব পরিচয়ধারী স্বেচ্ছাসেবকদ্বারা নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতে আইনশৃঙ্খলাবাহিনীকে সহযোগীতা করতে হবে। স্বেচ্ছাসেবকদের আলাদা পোশাক বা দৃশ্যমান পরিচয়পত্র/ ‘স্বেচ্ছাসেবক’ লিখিত আর্মড ব্যান্ড পরিহিত অবস্থায় থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে।

ব্যাগ, থলে, পুটলা, স্যুটকেস, টিফিন ক্যারিয়ার বা এ জাতীয় কোন বস্তু বহনকারী দেখলে তল্লাশী চালাতে হবে। মন্ডপের আশেপাশে ফেরিওয়ালা, বাদাম, চানাচুর বিক্রেতা বা ছদ্মবেশী কোনো হকার, অজ্ঞানপার্টি, মলমপার্টি হতে সতর্ক থাকা প্রয়োজন। গুরুত্বপূর্ণ পূজামন্ডপ ও প্রতিমা বিসর্জনের স্থানে প্রয়োজনীয় সংখ্যক সিসি ক্যামেরা স্থাপন করতে হবে। পাশাপাশি ভিডিও রেকর্ডিংয়ের ব্যবস্থা রাখার অনুরোধ জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পূজা চলাকালীন বিস্ফোরক এবং পটকা ফুটানো থেকে বিরত থাকতে হবে এবং পূজা উপলক্ষে কোনো ধরনের মেলার আয়োজন করা যাবে না। প্রতিমা বিসর্জন দুপুর ২টা থেকে রাত ১০টার মধ্যেই শেষ করতে হবে। প্রতিমা বিসর্জনের শোভাযাত্রায় মাইক-সাউন্ড সিস্টেম ব্যবহার করা যাবে না।

জরুরি প্রয়োজনে মহানগর পুলিশের ২৪ ঘন্টা খোলা কন্ট্রোলরুমের নাম্বার ০১৩২০০৬৯৯৯৮/ ০১৯৯৫-১০০১০০/০৮২১-৭১৬৯৬৮, ট্রাফিক কন্ট্রোলরুমের নাম্বার ০৮২১-৭১৮০২৮ ও ডিবি কন্ট্রোল রুমের নাম্বার ০৮২১-৭২০০৬৬ অথবা জাতীয় সেবা নম্বর ৯৯৯ এ যোগাযোগ করা যাবে।

বিজ্ঞাপন
Add Custom Banar 2
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

Medical add