সিলেট নগরীতে ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: ৪:৪৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২১ | আপডেট: ৪:৪৯:অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২১

নিজস্ব প্রতিবেদক : সিলেট এর কোতোয়ালী থানাধীন এলাকার লালদিঘীর পাড় থেকে  ১০ বোতল  ফেন্সিডিল সহ  এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯।

গ্রেফতারকৃত ওই মাদক ব্যবসায়ীর নাম  মোঃ মোফাজ্জল হোসেন (৩০)। সে  হবিগঞ্জ  জেলার আজমিরীগঞ্জ থানার পশ্চিমবাগ গ্রামের বজলুর রহমানের ছেলে।

গতকাল মঙ্গলবার রাত ৬ টা ৪৫ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সামিউল আলম এর নেতৃত্বে র‌্যাব-৯ , সিপিএসসি (ইসলামপুর ক্যাম্প, সিলেট) এর একটি আভিযানিক দল  নগরীর লালদিঘীর পাড় নিউ মার্কেটস্থ মেসার্স লাভলী হাউস এর সামনে থেকে তাকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ১০ বোতল   ফেন্সিডিল, ১টি  মোবাইল ও ১টি সীমকার্ড উদ্ধার করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে র‌্যাব -৯ এর মিডিয়া অফিসার এএসপি সোমেন মজুমদার জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর টেবিল ১৪(খ) ধারা মূলে মামলা দায়ের পূর্বক আসামী ও জব্দকৃত আলামত সমূহ সহ এসএমপি-সিলেট এর কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন
Add Custom Banar 2
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

Medical add