
নিজস্ব প্রতিবেদক: সিলেট নগরীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি বিদেশী রিভলবার ও তিন রাউন্ড গুলিসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার দিবাগত রাতে নগরীর ঘাসিটুলা নবাব রোড এলাকায় এই অভিযান চালানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. রাসেল খান (৩৬) ও মো. মনসুর খান (৩১)। তাদের মধ্যে রাসেল খান নগরীর শাহ্পরান ও মনসুর খান কোতয়ালী থানার বাসিন্দা।
শুক্রবার র্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এ ঘটনায় র্যাব বাদী হয়ে কোতয়ালী থানায় তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছে। পরে তাদের থানায় হস্তান্তর করা হয়।
আরো পড়ুন: সিলেট নগরীতে চিকিৎসকদের অবহেলায় নারীর মৃত্যুর অভিযোগ