সিলেট নগরীতে মাছ বাজারে সন্ত্রাসী হামলা : আহত ৪

প্রকাশিত: ৬:০৮ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২১ | আপডেট: ৬:০৮:অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২১

নিজস্ব প্রতিবেদক: সিলেট নগরীর বন্দরবাজারস্থ জালালবাজার মাছ বাজারে সন্ত্রাসী হামলা, লুঠপাট ও ভাংচুরের ঘটনা ঘটেছে।

সোমবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে এই হামলার ঘটনা ঘটে। এতে বাজারের ৪ জন ব্যবসায়ী আহত হন। তাদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। আহতরা হলেন, শায়েস্তা মিয়া, চমক আলী, নূর মিয়া ও মকবুল।

জালালবাজার মৎস্য ব্যবসায়ী সাধারণ সম্পাদক আব্দুল করিম জানান, সকাল সাড়ে ৭টার দিকে শহরতলীর ঘোপাল এলাকার মখলিছুর রহমান, ফয়ছল, খলিল, শামসুদ্দিন ও জামালের নেতৃত্বে দুটি লেগুনা যোগে ৩০/৩৫ জন লোক দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে জালালবাজার মাছ বাজারে এলোপাতাড়ি হামলা চালায়। সন্ত্রাসীরা ব্যবসায়ীদের উপর হামলা এবং তাদের মালামাল তছনছ করে ও জিনিষপত্র ভাংচুর করে।

সন্ত্রাসীরা বাজারের ব্যবসায়ীদের ক্যাশ বাক্স ভেঙ্গে টাকা পয়সা ছিনিয়ে নেয়। শুধু তাই নয় ব্যবসায়ীদের একটি মোটরসাইকেল নং সিলেট-হ১৩৮১২৩, সাতটি মোবাইল ফোন, পাঁচটি সিসি ক্যামেরা সহ মনিটর, মাছ, মোরগ ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে।

খবর পেয়ে ব্যবসায়ীরা বাজারে পৌছে সন্ত্রাসীদের প্রতিরোধ করেন এবং দেশীয় অস্ত্র সহ তিনজন সন্ত্রাসীকে পুলিশের হাতে তুলে দেন। ব্যবসায়ীরা জানান, বেশ কিছুদিন ধরে একটি কুচক্রি মহল বাজার দখল করতে নানা অপতৎপরতা চালিয়ে যাচ্ছিল।

তাদের এসব তৎপরতার কারণে বাজারের ব্যবসায়ীদের পক্ষ থেকে ১১ সেপ্টেম্বর কোতোয়ালী মডেল থানায় একটি জিডি এন্ট্রি করা হয়, জিডি নং-১০৪৪। তাছাড়া বিভাগীয় কমিশনার, সিলেটের পুলিশ কমিশনার ও জেলা প্রশাসকের কাছে এব্যাপারে স্মারকলিপি প্রদান করা হয়।

তারপরও নিরীহ ব্যবসায়ীদের শান্তিতে ব্যবসা করতে দিচ্ছে না ওই প্রভাবশালী মহল। তারা জানান বাজারটি নিয়ে হাইকোর্টে একটি মামলা বিচারাধীন রয়েছে।

এঘটনায় বাজারের ব্যবসায়ীরা চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন। এবং তাদের ব্যবসাও বন্ধ রয়েছে। এব্যাপারে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা শিকার করে জানান এঘটনায় উভয়পক্ষ মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

বিজ্ঞাপন
Add Custom Banar 2
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

Medical add