
নিজস্ব প্রতিবেদক : সিলেট নগরীর সোবহানিঘাট সবজি বাজার ধুবড়ি হাওর এলাকায় মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এঘটনায় আমিনুল ইসলাম (২৩) নামের এক ব্যক্তি আহত হয়েছেন।
রোববার (১৫ আগস্ট) রাত ১১টায় স্থানীয় ব্যবসায়ী আখতার আহমদের বাসায় এই ঘটনা ঘটে। বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে।
জানা যায়, রাত ১১টার দিকে আখতার আহমদের বাসার ভাড়াটিয়া নজরুল ইসলাম তাঁর মোবাইল চুরির অভিযোগ তুলেন অপর ভাড়াটিয়ার তেরা মিয়ার বিরুদ্ধে। তেরা মিয়া ক্ষিপ্ত হয়ে বহিরাগত সন্ত্রাসী মতিন গংদের নিয়ে দেশীয় অস্র সহ নজরুলের ঘরে প্রবেশ করে অতর্কিত হামলা চালায়।
এতে তার ভাই আমিনুল ইসলাম (২৩) গুরুতর আহত হন। তাঁকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। সন্ত্রাসীরা এসময় নজরুলের ঘর থেকে স্বর্নালংকার এবং নগদ ২ লাখ ৭০ হাজার টাকা নিয়ে যায় বলে অভিযোগ করেছেন নজরুল ইসলাম। বিষয়টি কোতোয়ালী থানা পুলিশকে অবহিত করা হয়েছে।