সিলেট নগরীতে র‌্যাবের অভিযানে অস্ত্রধারী গ্রেপ্তার

প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০২১ | আপডেট: ৭:২৩:অপরাহ্ণ, আগস্ট ২২, ২০২১

নিজস্ব প্রতিবেদক : সিলেট নগরীর ধোপাদিঘীর দক্ষিণপাড় এলাকা থেকে একটি বিদেশি ওয়ান সুটারগানসহ একজন অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯ ।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম ইব্রাহিম খলিলুর রহমান (৩০)। তিনি কুমিল্লা দেবীদ্বার উপজেলার এগারগ্রামের মৃত আব্দুল মন্নাফের ছেলে।

শনিবার (২১ আগস্ট) রাত ৯টার দিকে র‌্যাব-৯, সিপিএসসি (ইসলামপুর ক্যাম্প, সিলেট) এর একটি আভিযানিক দল তাকে গ্রেপ্তার করে।

আজ  রোববার (২২ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করা হয়। অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম।

র‌্যাব জানায়, সিলেট নগরীর কোতোয়ালি থানাধীন ধোপাদিঘীর দক্ষিণপাড়স্থ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ির মূল ফটকের সামনে পাকা রাস্তার উপর থেকে একজনকে গ্রেপ্তার করা হয়। এসময় তার হেফাজতে রক্ষিত একটি ওয়ান সুটারগান উদ্ধার করা হয়।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে ১৮৭৮ সনের The Arms Act (Amendment 2002) এর 19 A ধারায় মামলা দায়েরপূর্বক গ্রেপ্তারকৃত অস্ত্রধারী ও জব্দকৃত বিদেশি ওয়ান সুটারগানসহ এসএমপির কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

বিজ্ঞাপন
Add Custom Banar 2
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

Medical add