সিলেট নগরীতে সেপটিক ট্যাংকে নেমে শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ৬:১২ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০২১ | আপডেট: ৬:১২:অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০২১

নিজস্ব প্রতিবেদক: সিলেট নগরীর শেখঘাট কেন্দ্রীয় জামে মসজিদের নির্মাণাধীন সেপটিক ট্যাংকে প্রবেশ করে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।রোববার (২৪ অক্টোবর) সকাল ৮ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ওই শ্রমিকের নাম আব্দুল্লাহ (২৫)। সে বালাগঞ্জ উপজেলার হামিদপুর গ্রামের এনাম মিয়ার ছেলে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানার ওসি মো. আলীম আহমদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্যাংকের ভেতর কাজ করতে প্রবেশ করলে অক্সিজেনের অভাবে তার মৃত্যু হয়। তখন ফায়ার সার্ভিসের একটি দল মরদেহ উদ্ধার করে আমাদের কাছে হস্তান্তর করেছে। ময়না তদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে দুপুরে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। এসময় প্রত্যক্ষদর্শী হাবিবুল্লাহ নামের এক রিকশা চালক বলেন, প্রায় বছরখানেক আগে থেকে এ ট্যাংকির মুখ বন্ধ। ভেতরে সাটারিং লাগানো। কিছুদিন আগে উপরের ঢালাই কাজ হয়েছে।

আজ সকাল আনুমানিক সাড়ে ৭ টার দিকে একজন শ্রমিক কাজ করার জন্য ভেতরে প্রবেশ করলে অনেকক্ষণেও আর বের হয়নি। পরে আরও একজন শ্রমিক ভেতরে গিয়ে তাকে মৃত দেখে সেও অজ্ঞান হয়ে যায়। তখন ফায়ার সার্ভিস এসে একজনকে মৃত আর একজনকে জীবিত উদ্ধার করেছে।

বিজ্ঞাপন
Add Custom Banar 2
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

Medical add