
মেঘলা নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানাস্থ গোল্ডেন টাওয়ারের সামনে থেকে পরোয়ানাভুক্ত এক আসামিকে আটক করেছে র্যাব। গতকাল শনিবার রাত সোয়া ১০টার দিকে তাকে আটক করা হয়।
আটক মো. শফিকুল ইসলাম (৪১) সুনামগঞ্জের দিরাই থানার মধুরপুর গ্রামের মৃত আ. করিমের ছেলে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান জানান, শফিকুল ইসলামের বিরুদ্ধে সিআর মামলায় (নং-৩০২/১৪) যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত পরোয়ানা জারি করেছেন। এজন্য তাকে আটক করে দিরাই থানায় হস্তান্তর করা হয়েছে।