সিলেট নগরীর কাষ্ঠঘর থেকে ২২০ লিটার চোলাইমদ সহ আটক ৩

প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২১ | আপডেট: ৮:০৩:অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২১

মেগলা নিউজ প্রতিবেদক:: সিলেট নগরীর কাষ্ঠঘর এলাকা থেকে ২২০ লিটার চোলাইমদসহ ৩ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯।

আটককৃতরা হলেন, ১। মোঃ জসীম মিয়া (৩৭), সে কিশোরগঞ্জ জেলার কিশোরগঞ্জ থানার মাটি কাটা গ্রামের মৃত শুক্কর মিয়ার ছেলে। বর্তমানে সে সিলেটের কোতয়ালী থানার রায়নগর, দর্জিপাড়ায় বসবাস করে।২। মোঃ সাইফুল ইসলাম (৩৫), সে সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার মির্জাপুর গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে, বর্তমানে সে সিলেট শহরের ভাষমান রিক্সা চালক।৩। অবণী ঋষী (৫০), তিনি বাহ্মবাড়িয়া জেলার বাহ্মবাড়িয়া থানার হরষপুর গ্রামের মৃত বরদ চন্দ্র ঋষীর ছেলে।বর্তমানে তিনি  সিলেটের কোতয়ালী থানার লাল দিঘিরপাড় এলাকায় বসবাস করেন।

গতকাল রাত ১১ টা ৫০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, ব্যাটালিয়ন সদর কোম্পানী (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল মেজর মাহফুজুর রহমান এবং এএসপি সোমেন মজুমদার এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স কাষ্ঠঘর এলাকার কাষ্টঘর সুইপার কলোনীর পুরাতন বিল্ডিং এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে। এসময় দুইশত বিশ লিটার চোলাইমদ, নগদ ১,৫৪০/ টাকা, ৩টি মোবাইল ও একটি সিম সহ তাদেরকে আটক করে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে র‌্যাব- ৯ এর মিডিয়া অফিসার মেজর  মাহফুজুর রহমান জানান,  পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর টেবিল ২৪(গ)/৪১ ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত আসামীদের ও জব্দকৃত আলামত সমূহ এসএমপি-সিলেট এর কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন
Add Custom Banar 2
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

Medical add