সিলেট নগরীর টিলাগড়ে ট্রাফিক পুলিশ বক্সের উদ্বোধন

প্রকাশিত: ৬:৪১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২১ | আপডেট: ৬:৪১:অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২১

নিজস্ব প্রতিবেদক: এসএমপির’র শাহপরাণ রহ. থানাধীন টিলাগড় পয়েন্টে ট্রাফিক পুলিশ বক্স এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।  আজ রবিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় পুলিশ বক্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এসএমপি পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ। টিলাগড় পয়েন্টের আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ-নিয়ন্ত্রণ ও সর্বসাধারণের আইনানুগ সেবা নিশ্চিত করার লক্ষ্যে এই পুলিশ বক্সের বসানো হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন-অধ্যক্ষ মুরারিচাঁদ(এমসি) কলেজ’র প্রফেসর মো. সালেহ আহমদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) পরিতোষ ঘোষ, এমসি কলেজের ইংরেজি বিভাগের প্রধান প্রফেসর মো: শফিউল আলম, সহযোগী অধ্যাপক মো. তৌফিক এজদানী চৌধুরী, উপ- পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহা. সোহেল রেজা পিপিএম, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (ডিবি ও মিডিয়া) বি,এম, আশরাফ উল্যাহ তাহের, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) ইয়াহিয়া আল মামুন, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (দক্ষিণ- ক্রাইম) তাহমিদুল ইসলাম,অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (ইএনডি) মো. নায়হানুল বারী, অফিসার ইনচার্জ শাহপরান (রহঃ)থানা সহ অন্যান্য পুলিশ সদস্যগণ।

বিজ্ঞাপন
Add Custom Banar 2
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

Medical add