
নিজস্ব প্রতিবেদক: সিলেট নগরী থেকে ৬১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯।
গ্রেফতারকৃত ওই মাদক ব্যবসায়ীর নাম সুমন দাস (২২)।সে এয়ারপোর্ট থানার বাদাম বাগিচার চৌকিদিঘী এলাকার মৃত ময়না দাসের ছেলে।
গতকাল বুধবার (১৮ আগষ্ট) সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, ব্যাটালিয়ন সদর (সদর ক্যাম্প, সিলেট) এর একটি আভিযানিক দল মেজর মাহফুজুর রহমান এবং এএসপি সোমেন মজুমদার এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ এসএমপি-সিলেট এর কোতয়ালী থানাধীন কাস্টঘর এলাকার গাজী বোরহান উদ্দিন মার্কেট এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে। এসময় ৬১৫ পিস ইয়াবা ও ১ পুরিয়া গাঁজাসহ তাকে আটক করা হয়।
আজ গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৯ এর মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর ১০(ক) ও ১৯(ক) ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত আসামী ও জব্দকৃত আলামত সমূহ এসএমপি-সিলেট এর কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।