সিলেট নগরী থেকে কিশোর নিখোঁজ, খোঁজ পেতে সাহায্য কামনা

প্রকাশিত: ৮:৪৫ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০২১ | আপডেট: ৮:৪৫:অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০২১

প্রেস বিজ্ঞপ্তি: সিলেট এয়ারপোর্ট এলাকার বাইপাস থেকে আম্বরখানা যাওয়ার সময় এক ছেলে নিখোঁজ হয়েছে। নিখোঁজ ছেলের নাম মো: হৃদয় (১৪)। গত ২ অক্টোবর শনিবার সকাল ৯ টা থেকে তাকে পাওয়া যাচ্ছে না।

হারিয়ে যাওয়া হৃদয়ের খালাতো ভাই শাহিন মিয়া বলেন, শনিবার সকাল ৯ টায় আমাদের বাড়ি এয়ারপোর্টে এলাকা থেকে আম্বরখানা যাওয়ার পর লোহারপারা তার কর্মস্থলে যাওয়ার কথা কিন্তু সে যায় নাই।এ ব্যাপারে সিলেট এয়ারপোর্ট থনায় সাধারণ ডায়েরি করা হয়েছে। জিডি নং ১৫৫।

তার বর্তমান কোন ছবি আমাদের কাছে নেই।তিন বছর আগের একটি ছবি পত্রিকায় দিয়েছি।যাহা বর্তমান চেহারার সাথে কিছুটা অমিল। শাহিন মিয়া বলেন সিলেটের বিভিন্ন যায়গায় যোগাযোগ করেও তাঁর আর কোনো সন্ধান মিলেনি। তাঁর। যদি কেহ তার সন্ধান পেয়ে থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করার অনুরোধ জানাচ্ছি।

বিজ্ঞাপন
Add Custom Banar 2
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

Medical add