
নিজস্ব প্রতিবেদক: আনোয়ারুল হক হেলাল সিলেট প্রিমিয়ার লীগ (১০০ বল) ক্রিকেট টুর্নামেন্ট ২০২১ এর ১ম সেমিফানাল খেলা ও ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। রোববার (১৭ অক্টোবর) বিকেলে সিলেট আলীয়া মাদ্রাসা মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও ম্যান অব দ্যা ম্যাচ এর পুরস্কার বিতরণ করেন সিলেট মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জালালাবাদ রাগিব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. আরমান আহমদ শিপলু।
এসময় তিনি বলেন, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্রথম মেয়র মরহুম বদর উদ্দিন আহমদ কামরান সিলেটের খেলাধুলায় অনেক অবদান রেখেছেন। তিনি একজন ক্রীড়াপ্রেমী মানুষ ছিলেন। তিনি সব সময় খেলাধুলায় সাধ্যমতো সহযোগিতা করেছেন।
তিনি আরো বলেন, সিলেটে এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে ভালো খেলোয়ার বেরিয়ে আসবে এবং বিভিন্ন দেশীয় ও আন্তজার্তিক খেলাধুলায় অংশগ্রহণ করে সিলেটের সুনাম বয়ে আনবে।
সিলেট মহানগর তাতী লীগের সাধারণ সম্পাদক ও এসপিএল এর প্রধান উপদেষ্টা শেখ মো: আবুল হাসনাত বুলবুল এর পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, যুক্তরাষ্ট্র নিউইয়র্ক যুবলীগ নেতা মাহমুদুর রহমান, সিলেট প্রিমিয়ার লীগের উপদেষ্ঠা ও ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ওমর ফারুক, উপদেষ্টা জাহেদ হাসান, আয়োজক কমিটির সভাপতি আজাদ খাঁন, সাধারণ সম্পাদক মাহবুবুল আলম মিসবাহ, সহ-সভাপতি সাইদুর রহমান সায়মন, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা জাহেদ হোসেন তালুকদার, উপদেষ্ঠা রাজীব সিং, তুহিন আহমদ, জাবেদ আহমদ, ৮নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সম্পাদক এম. এ. ফয়েজ প্রমুখ।
১ম সেমি ফাইনাল খেলায় স্বপন ওয়ারিয়ার্সকে ৩ উইকেটে হারিয়ে ফাইনালে উঠে এন এ সি সি ঝিগলী ছাতক। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন এন এ সি সি ঝিগলী ছাতকের খেলোয়ার তারেক।