সিলেট মহানগর তাঁতী দল থেকে তিন শীর্ষ নেতার পদত্যাগ !

প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০২১ | আপডেট: ৩:৩০:অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০২১

মেগলা নিউজ ডেস্ক: দলের বিরুদ্ধে নানা অভিযোগ দিয়ে এবার বিএনপি’র অঙ্গসংগঠন সিলেট মহানগর তাঁতী দল থেকে তিন শীর্ষ নেতা পদত্যাগ করেছেন।

পদত্যাগীরা হলেন- সিলেট মহানগর তাঁতী দলের সভাপতি ফয়েজ আহমদ দৌলত, সাধারণ সম্পাদক শওকত আলী ও সাংগঠনিক সম্পাদক আব্দুল গফফার।

আজ সোমবার দুপুরে পদত্যাগের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সংগঠনটির মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুল গফফার। তিনি বলেন, ‘যে দলে মূল্যায়ন নাই, গণতন্ত্রের আভাস নাই, সেখানে রাজনীতি করে যাওয়া কঠিন। আমরা শহীদ জিয়ার যে আদর্শ নিয়ে রাজনীতি করতাম, তা এখন দেখতে পাচ্ছি না।’

এর আগে বুধবার রাতে বিএনপির কেন্দ্রীয় সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদকের পদ থেকে সরে দাঁড়ান অ্যাডভোকেট সামসুজ্জামান জামান। তিনি একসময় জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ছিলেন। সংবাদ সম্মেলন করে তিনি অভিযোগ করেন, এবারের জেলা ও মহানগর শাখার আহবায়ক কমিটিতে ত্যাগী ও পরীক্ষিতদের অবমূল্যায়ন করা হয়েছে।

এরপর শনিবার রাতে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি থেকে পদত্যাগ করেন ১১ নেতা। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে চিঠি পাঠিয়ে তারা পদত্যাগের কথা জানান।

বিজ্ঞাপন
Add Custom Banar 2
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

Medical add