
সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে কমরেড ধীরেন সিংকে শেষ শ্রদ্ধা জানানো হয়েছে। বুধবার (৭ ডিসেম্বর) সকাল ১১ টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে তাঁর মরদেহ আনা হয়। সাড়ে ১১ টা পর্যন্ত সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য মরদেহ শহীদ মিনার প্রাঙ্গনে রাখা হয়।
শহীদ মিনার প্রাঙ্গণেই বর্ষীয়ান রাজনীতিবিদ ধীরেন সিংকেকে শেষবিদায় জানালেন সিলেটবাসী। শহীদ মিনারে আনার পর সর্বস্তরের মানুষ ফুলেল শ্রদ্ধার মাধ্যমে তাকে বিদায় জানান
এ সময় সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ সিলেটের বিভিন্ন রাজনীতিক দলের নেতা-কর্মী ও শুভাকাঙ্খীসহ বহু মানুষ কমরেড ধীরেন সিংকে ফুলেল শ্রদ্ধার মাধ্যমে শেষ বিদায় জানান।
সিলেটের প্রগতিশীল আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব, প্রবীণ রাজনীতিবিদ, সাম্যবাদী দলের কেন্দ্রীয় নেতা ধীরেন সিং এর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে সবাই শহীদ মিনারে আসেন