সিলেট-৩ আসনের উপনির্বাচনে নৌকা প্রার্থী হাবিবের পক্ষে সিলেট জেলা ও মহানগর তাঁতীলীগের অগ্রণী ভূমিকা পালন

প্রকাশিত: ১১:৩১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২১ | আপডেট: ২:০৪:পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২১

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনের উপ-নির্বাচনে নৌকা প্রার্থী হাবিবুর রহমানের পক্ষে সিলেট জেলা ও মহানগর তাঁতীলীগের নেতাকর্মীরা নির্বাচনী প্রচার কাজে, ভোট গ্রহণে সহায়তা, ভোটারদের উপস্থিতি নিশ্চিত করার কাজে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে।

জানা যায়, বাংলাদেশ তাঁতী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আলহাজ্ব মোঃ শওকত আলী, সাধারণ সম্পাদক ঋগেন্দ চন্দ্র দেবনাথের ও সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত যুগ্মসাধারণ সম্পদাক মুহিদুর রহমান মুহিদ এর প্রত্যক্ষ নির্দেশনায় সিলেট জেলা ও মহানগর তাঁতী লীগের নেতাকর্মীরা নির্বাচনী এলাকার কোথাও কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই এগুরু দায়িত্ব পালন করেন।

এদিকে বাংলাদেশ তাঁতী লীগের সাধারণ সম্পাদক ঋগেন্দ্র চন্দ্র দেবনাথ বিগত ১৮ই জুলাই থেকে নৌকার পক্ষে নির্বাচনী প্রচারনায় অংশ নেন এবং বিজয় অর্জন হওয়া পর্যন্ত মাঠে থাকার জোর নির্দেশনা প্রদান করেন।

এ প্রসঙ্গে সিলেট জেলা তাঁতীলীগের সভাপতি আলমগীর হোসেন বলেন, বাংলাদেশ তাঁতীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আলহাজ্ব মোঃশওকত আলী সাধারণ সম্পাদক ঋগেন্দ চন্দ্র দেবনাথের ও সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত যুগ্মসাধারণ সম্পদাক মুহিদুর রহমান মুহিদ এর প্রত্যক্ষ নির্দেশনায় গত ১২ জুন থেকে সিলেট জেলা ও মহানগর তাঁতীলীগ নৌকার প্রার্থী হাবিবুর রহমান হাবিবের পক্ষে প্রতিদিন গণসংযোগসহ প্রচার প্রসারণা চালিয়ে গিয়েছে।

জেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক সুজন দেবনাথ বলেন, কেন্দ্রীয় আওয়ামীলীগ ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খাঁনের প্রত্যক্ষ নির্দেশনায় সিলেট জেলা ও মহানগর তাঁতীলীগ নৌকার বিজয় নিশ্চিত করেই ঘরে ফিরে।

সিলেট মহানগর তাঁতীলীগের সভাপতি নোমান আহমদ বলেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন এর প্রত্যক্ষ নির্দেশে মহানগর তাঁতীলীগের নেতাকর্মীরা নির্বাচনী প্রচার কাজে, ভোটারদেরকে কেন্দ্রে নিয়ে আসার ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা করেছেন। আগামীতেও আমাদের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ভাবে কাজ করবে এবং সাংগঠনিক  কার্যক্রমকে আরো শক্তিশালী  করতে অগ্রনী ভূমিকা পালন করবেন বলে আশা ব্যক্ত করি।

সিলেট মহানগর তাঁতীলীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা শেখ মোঃ আবূল হাসনাত বুলবুল বলেন, সিলেট মহানগর তাঁতীলীগ অতীতের ন্যায় সার্বক্ষণিক মাঠে কাজ করে এবং ভোটের দিন দক্ষিণ সুরমা উপজেলার কয়েকটি সেন্টারে ভ্যানগার্ডের দায়িত্ব পালন করে এবং বাড়ী বাড়ী গিয়ে ভোটারদের ভোটকেন্দ্রে নিয়ে আসে। ইনশাআল্লাহ অতীত ও বর্তমানের ন্যায় ভবিষ্যতেও তাঁতীলীগ আরো গুরুত্বপূর্ণ  ভূমিকা পালন করবে ।

উল্লেখ, কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে গতকাল ৪ সেপ্টেম্বর শনিবার সিলেট-৩ আসনের উপনির্বাচন সম্পন্ন হয়। নির্বাচনে  বিপুল ভোটের ব্যবধানে আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিব বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয় পার্টির আতিকুর রহমান আতিকের চেয়ে ৬৫ হাজারের বেশি ভোট পেয়েছেন।

রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, নির্বাচনে নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিব পেয়েছেন ৯০ হাজার ৬৪ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির আতিকুর রহমান আতিক লাঙ্গল প্রতীকে পেয়েছেন ২৪ হাজার ৭৫২ ভোট। ভোটের ব্যবধান ৬৫ হাজার ৩১২ ভোট।

বিজ্ঞাপন
Add Custom Banar 2
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

Medical add