
নিজস্ব প্রতিবেদক: সিলেট-৩ আসনের এমপি, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, ব্যবসা বান্ধব প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকারকে ব্যবসায়ীরা সর্বদা সহযোগিতা করে যাচ্ছেন। ব্যবসায়ীরা নিজেদের স্বার্থের পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে নিরলস ভাবে কাজ করছেন।
তিনি বলেন, সিলেটের ঐতিহ্যবাহী হাসান মার্কেটের অনেক সুনাম রয়েছে, এ মার্কেটের ব্যবসায়ীরা নিজ উদ্যোগে মানব সেবামূলক কাজে সব সময় নিয়োজিত রয়েছেন। করোনাকালীন সময়ে ব্যবসায়ীরা সচেতনামূলক সহ অসংখ্য কার্যক্রম পরিচালনা করেছেন। যা দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনি এই মার্কেটের ব্যবসায়ীদের মত সকল ব্যবসায়ীরা দেশের কল্যাণে ও স্বপ্নের নান্দনিক সিলেট গড়তে সহযোগিতা এবং কাজ করার আহবান জানান।
শুক্রবার (২৯ অক্টোবর) দুপুরে সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।
হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী মোঃ রইছ আলী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিয়াজ মোঃ আজিজুল করিম এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয় সম্পাদক এডভোকেট ছালেহ আহমদ হিরা, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী সাইফুল আলম, সিলেট জেলা পরিষদের সদস্য মতিউর রহমান মতি, মহানগর আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয় সম্পাদক রজত কান্তি গুপ্ত, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলী আকিক।
সমিতির সহ সভাপতি আহমদ আফজল সিরাজ পাভেল এর স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমিতির সহ সভাপতি আক্তার হোসেন সুহেল, হাসান মার্কেট মসজিদের ইমাম হাফিজ মাহমুদুর রহমান। শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ এনামুল হক। এমপি হাবিবুর রহমান হাবিবকে ফুল দিয়ে বরন করেন ছোট সোনামনি মাওলা করিম ও সাহলা করিম।
উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী শাহ আলম, আজিজুল মকছুদ তালহা, নজরুল ইসলাম, দুলাল মৃধা, রিন্টু চক্রবর্তী, নুরুল ইসলাম, শরিফ হোসেন, আনিসুর রহমান খছরু, কামাল আহমদ, মিনহাজ আলম খান মিনু, রুপক রায়, শাহজাহান মিয়া, মির মোঃ জাকারিয়া, সইদ ইকবাল, শাহিন আহমদ, সুমন বাপ্পি, ছামি, হারুন মিয়া, এনাম আহমদ, রমজান আহমদ, মুরাদ আহমদ, সনজু রায়, জয়, বিজুল রায়, জসিম উদ্দিন, কাওছার আহমদ, জমশেদ আলী চৌধুরী, সাহাব উদ্দিন, আজমল হোসেন চৌধুরী, সাহাব উদ্দিন প্রমুখ।অনুষ্ঠানে এমপি হাবিবুর রহমান হাবিবকে সম্মাননা ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করেন হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।