
প্রেস বিজ্ঞপ্তি: সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাজ্য এসেক্স যুবলীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হামিদ সেলিম।
আজ গণমাধ্যমে পাঠানো এক অভিনন্দন বার্তায় যুক্তরাজ্য যুবলীগের এই নেতা বলেন, আওয়ামী লীগের এই তরুণ তুর্কির মাধ্যমে জাতীয় সংসদে সিলেট -৩ আসনের সর্বস্থরের মানুষের সুখ দুঃখ আর আনন্দ বেদনার কথা উঠে আসবে।
পাশাপাশি তিনি নান্দনিক সিলেট -৩ উপহার দিতে সর্বোচ্চ পরিশ্রম করবেন এবং এলাকার মানুষের সুখে দুঃখে সব সময় পাশে থাকবেন বলে আশা ব্যক্ত করি। আমি তাঁহার সুস্থতা ও দীর্ঘায়ূ কামনা করছি।
উল্লেখ, গত ৪ সেপ্টেম্বর শনিবার সিলেট-৩ আসনের উপনির্বাচন সম্পন্ন হয়। নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিব বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয় পার্টির আতিকুর রহমান আতিকের চেয়ে ৬৫ হাজারের বেশি ভোট পেয়েছেন।