সিলেট-৩ আসনের নবনির্বাচিত এমপি হাবিব-কে যুক্তরাজ্য এসেক্স যুবলীগ নেতা নাজমুল হামিদ সেলিমের অভিনন্দন

প্রকাশিত: ১১:০৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২১ | আপডেট: ১১:০৯:অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২১

প্রেস বিজ্ঞপ্তি: সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাজ্য এসেক্স যুবলীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হামিদ সেলিম।

আজ গণমাধ্যমে পাঠানো এক অভিনন্দন বার্তায় যুক্তরাজ্য যুবলীগের এই নেতা বলেন, আওয়ামী লীগের এই তরুণ তুর্কির মাধ্যমে জাতীয় সংসদে সিলেট -৩ আসনের সর্বস্থরের মানুষের সুখ দুঃখ আর আনন্দ বেদনার কথা উঠে আসবে।

পাশাপাশি তিনি নান্দনিক সিলেট -৩ উপহার দিতে সর্বোচ্চ পরিশ্রম করবেন এবং  এলাকার মানুষের সুখে দুঃখে সব সময় পাশে থাকবেন বলে আশা ব্যক্ত করি।  আমি  তাঁহার  সুস্থতা ও দীর্ঘায়ূ কামনা করছি।

উল্লেখ, গত ৪ সেপ্টেম্বর শনিবার সিলেট-৩ আসনের উপনির্বাচন সম্পন্ন হয়। নির্বাচনে  বিপুল ভোটের ব্যবধানে আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিব বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয় পার্টির আতিকুর রহমান আতিকের চেয়ে ৬৫ হাজারের বেশি ভোট পেয়েছেন।

বিজ্ঞাপন
Add Custom Banar 2
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

Medical add