সিসিকের পানির বিল বৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদে জাগো সিলেট আন্দোলনের মানববন্ধন

প্রকাশিত: ৬:৪৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২১ | আপডেট: ৬:৫৫:অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২১

নিজস্ব প্রতিবেদক: সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক করোনাকালে পানির বিল দ্বিগুন বৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদে জাগো সিলেট আন্দোলন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এক মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে জাগো সিলেট আন্দোলনের মেন্দিবাগস্থ কার্যালয়ের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

জাগো সিলেট আন্দোলনের প্রতিষ্ঠাতা সভাপতি আলাউদ্দিন আলো’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নান্টু চন্দের পরিচালনায় মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মো: ছালেক আহমদ, বেলাল মিয়া, সমস মিয়া, সম্রাজ মিয়া, লায়লা বেগম, ফরিদা বেগম, আখি আক্তার, আলাই মিয়া, সমু মিয়া, মানিক মিয়া, আফজল হোসেন, আব্দুস শহিদ, উজ্জ্বল মিয়া, আজিদুর রহমান আজিদ, রাকিন মিয়া, দুখু মিয়া, আরিফ মিয়া, সাকিল আহমদ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন,  করোনা মহামারীতে অর্থনৈতিকভাবে বিপর্যস্থ সাধারণ মানুষ। মানুষ কাজ হারিয়েছে। বেশিরভাগ মানুষের আয় কমে গিয়েছে। সংসার চালাতে মানুষ হিমশিম খাচ্ছে। এই সময়ে সিলেট সিটি কর্পোরেশনের পানির মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত সম্পূর্ণ অযৌক্তিক ও গণবিরোধী।

বক্তারা বলেন, সিটি কর্পোরেশন একটি সেবাদানকারী প্রতিষ্ঠান। তাছাড়া সরকারী প্রতিষ্ঠান সমূহে করোনাকালীন সময়ে ব্যয় সংকোচনের জন্য সরকারের নির্দেশনা রয়েছে। ঠিক এই সময়ে রক্ষণাবেক্ষণের ব্যয়বৃদ্ধি কিংবা বকেয়া বিদ্যুৎ বিলের অজুহাতে পানির মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত অগ্রহনযোগ্য। বিদ্যমান আর্থ সামাজিক প্রেক্ষাপট বিবেচনা করে সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক পানির মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের জোর দাবি জানিয়ে বক্তারা বলেন, নতুবা সিলেটের মানুষ দূর্বার গণআন্দোলনের ডাক দিতে বাধ্য হবে।

বিজ্ঞাপন
Add Custom Banar 2
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

Medical add