সিসিকে পালিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু’র শাহাদাত বার্ষিকী

প্রকাশিত: ৩:২০ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২২ | আপডেট: ৩:২০:অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২২

মেঘলা নিউজ ডেস্ক : সিলেট সিটি কর্পোরেশনের পালিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৪৭ তম শাহাদাত বার্ষিকী। দিবস উপলক্ষে নগর ভবন প্রঙ্গনে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠিত হয় জাতির পিতা বঙ্গবন্ধু মেখ মুজিবুর রহমানে জীবনীর উপর আলোচনা সভা।

সোমবার (৮ আগষ্ট ২০২২ খ্রি) সকাল সাড়ে দশটায় নগর ভবন প্রঙ্গনে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীদের সাথে নিয়ে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী পুস্পস্তবক অর্পন করেন। দিবস উপলক্ষে নগর ভবনের সভা কক্ষে সকাল ১১ টায় জাতির পিতা বঙ্গবন্ধু মেখ মুজিবুর রহমানে জীবনীর উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সরকারের অতিরিক্ত সচিব বিধায়ক রায় চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন কাউন্সিলর আজম খান, কাউন্সিলর শান্তনু দত্ত সন্তু, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, কাউন্সিলর রাশেদ আহমদ, কাউন্সিলর মখলিছুর রহমান, কাউন্সিলর তারেক উদ্দিন তাজ, কাউন্সিলর তাকবির ইসলাম পিন্টু, সংরক্ষিত কাউন্সিলর সালমা সুলতানা, প্রধান প্রকৌশলী মো. নূর আজিজুর রহমান, সচিব ফাহিমা ইয়াসমিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম, প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মতিউর রহমান খান, নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিয়া সুলতানা, নির্বাহী প্রকৌশলী রুহুল আলম, নির্বাহী প্রকৌশলী আব্দুস সোবহান, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ হানিফুর রহমান, এসেসর চন্দন দাস, বস্তি উন্নয়ন কর্মকর্তা মো. আবুল ফজল প্রমুখ।

বিজ্ঞাপন
Add Custom Banar 2
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

Medical add