
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে অংশগ্রহণ করতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করে তা জমা দিয়েছেন সিলেট মহানগর আওয়ামীলীগের ১ম যুগ্ম সাধারন সম্পাদক এটিএমএ হাসান জেবুল
সোমবার (১০ এপ্রিল) সকালে মনোনয়নপত্র সংগ্রহ করে দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে তিনি দলীয় মনোনয়ন ফরম জমা দেন।
মনোনয়নপত্র জমা দিয়ে দলের অন্যতম মনোনয়ন প্রত্যাশী এটিএমএ হাসান জেবুল উপস্থিত সাংবাদিকদের বলেন, বঙ্গবন্ধু কন্যার ঘোষিত স্মার্ট বাংলাদেশের প্রথম স্মাট নগরী গড়তে আমার নেত্রী বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনা যদি আমাকে নৌকা প্রতিকের মনোনয়ন দেন তাহলে সবার সহযোগিতায় নৌকার বিজয় উপহার দিতে পারবো ইনশা আল্লাহ’।
তিনি আরও বলেন, ‘আমি যদি মনোনয়ন না ও পাই আমার দল যাকে মনোনয়ন দিবে তাঁর পক্ষে আমি কাজ করে যাবো’।তিনি পূণ্যভূমি সিলেটের সকল শ্রেনী পেশার মানুষের সহযোগীতা চান।
উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা জালাল উদ্দীন আল মাহমুদ বাচ্চু, সাবেক ছাত্রনেতা স্নেহময় চক্রবর্তী, সাবেক ছাত্রনেতা কুতুব উদ্দিন, সাবেক ছাত্রনেতা লিপু আহমদ, সাবেক ছাত্রনেতা মুকটু আহমদ, যুবলীগ নেতা শাহেদ আহমদ, সাবেক ছাত্রনেতা মিটুন দত্ত, যুবলীগ নেতা আব্দুল আহাদ, যুবলীগ নেতা জুয়েল মনসুর, নজরুল ইসলাম, আব্দুর রহিম, ছাত্রলীগ নেতা রাহুল তালুকদার, ছাত্রলীগ নেতা মোঃ আব্দুল হামিদ, ছাত্রলীগ নেতা সৃজন রায় প্রমুখ।