সি‌লে‌টে কাতার চ‌্যা‌রি‌টির অর্থায়‌নে এ‌তিম‌দের জন্য অত্যাধুনিক মাদরাসা ও এ‌তিমখানা প্রতিষ্ঠা

প্রকাশিত: ১১:৪৪ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০২১ | আপডেট: ১১:৪৪:অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০২১

সি‌লেট নগরীর দ‌ক্ষিণ সুরমার (পারাইরচক) সংলগ্ন লালমা‌টিয়া ম‌ডেল টাউ‌নে ম‌নোরম প‌রি‌বে‌শে মারকায্ মা‌দিনা‌তিস সালাম শিক্ষা ও সেবা কম‌প্লে‌ক্সে প্রতি‌ষ্ঠিত এ শিক্ষা প্রতিষ্ঠা‌নে সি‌লে‌টের প্রায় ছয় শতা‌ধিক এ‌তিম সস্পুর্ণ বিনা খর‌চে তাহফিজ, আরবি, বাংলা, ইং‌রে‌জি শেখার পাশাপা‌শি ক‌স্পিউটার শিক্ষা গ্রহণ কর‌বে।

৬ তলা ভিত বিশাল এ শিক্ষা কম‌প্লে‌ক্সের ই‌তোম‌ধ্যে দু`তলা সম্পন্ন করা হ‌য়ে‌ছে।

গত ১৫ আগস্ট (রোববার) সী‌মিত প‌রিস‌রে এ‌তিম‌দের নি‌য়ে দু`তলা ভব‌নের উ‌দ্বোধন করা হয়। এখা‌নে আধু‌নিক মানসম্পন্ন শিক্ষা গ্রহ‌ণের সু‌যোগ পে‌য়ে আন‌ন্দিত এ‌তিম শিক্ষার্থীরা।

পাড়া গা‌য়ের এসব গরীব এ‌তিমরা বড় লো‌কের সন্তান‌দের ন‌্যায় আধু‌নিক সকল সু‌যোগ-সু‌বিধা পা‌চ্ছে এখা‌নে। ই‌তোম‌ধ্যে প্রতিষ্ঠা‌নের শিক্ষাগার, হো‌স্টেল ও ক‌ম্পিউটার কেন্দ্র স্থাপন করা হ‌য়ে‌ছে।

পর্যায়ক্রমে প‌রিকল্পনা মোতা‌বেক বাকী কার্যক্রমও সম্পন্ন হ‌বে।

মাদরাসার প‌রিচালক ও মারকায্ মা‌দিনা‌তিস সালাম শিক্ষা ও সেবা কম‌প্লে‌ক্সের চেয়ারম‌্যান মাওলানা তাফাযযুল হক প্রথ‌মেই আল্লাহর শুক‌রিয়া আদায় ক‌রে ব‌লেন, এক‌টি আধু‌নিক ও মানসম্পন্ন প্রতিষ্ঠান গড়াই আমা‌দের মূল লক্ষ‌্য। শহ‌রের নামীদা‌মি শিক্ষাপ্রতিষ্ঠা‌নে ধনী প‌রিবা‌রের সন্তানরা যেভাবে লেখাপড়া, থাকা ও খাওয়ার সু‌যোগ সু‌বিধা ভোগ ক‌রেন।

এ প্রতিষ্ঠা‌নে এ‌তিমরাও একই ধর‌ণের সু‌যোগ সু‌বিধা পা‌বে। আমা‌দের পরিকল্পনা মোতা‌বেক পু‌রো ক‌্যাম্পাস সম্পন্ন হ‌লে শুধু সি‌লেট নয় সারা দে‌শের ম‌ধ্যে এক‌টি ম‌ডেল ইসলামী শিক্ষা প্রতিষ্ঠা‌ন হ‌বে ইনশাআল্লাহ।

সি‌লে‌টে এরকম এক‌টি মানসম্পন্ন প্রতিষ্ঠান গ‌ড়ে তুলতে কাতার চ‌্যা‌রি‌টি সহ‌যো‌গিতা প্রদান করায় সংস্থার বাংলা‌দেশসহ কেন্দ্রীয় অ‌ফিসের কর্মকর্তা‌দের আন্ত‌রিকতার প্রশংসা ক‌রে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ক‌রেন তি‌নি।

বিজ্ঞাপন
Add Custom Banar 2
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

Medical add