সুনামগঞ্জের দিরাইয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশিত: ৪:৩৬ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২১ | আপডেট: ৪:৩৬:অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২১

মেঘলা নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পানিতে ডুবে রিফাত মিয়া নামে ৭বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।

রিফাত মিয়া দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের পুরাতন কর্ণগাঁও গ্রামের ফারুক মিয়ার ছেলে।
নিহতের প্রতিবেশী ব্যবসায়ী সদরুল ইসলাম জানান, রোববার (৩ অক্টোবর) দুপুর ১২ টার দিকে পরিবারের লোকদের অগোচরে বাড়ির পাশের পুকুরের পানিতে পরে তলিয়ে যায় রিফাত। স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে না পেয়ে একপর্যায়ে পুকুরের পানিতে তলিয়ে থাকা অবস্থায় রিফাতকে উদ্ধার করে। দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে সেখানে কর্তব্যরত ডাক্তার রিফাতকে মৃত ঘোষণা করেন।

নিহত শিশু রিফাত মিয়ার পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি তার পিতা ফারুক মিয়া নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন
Add Custom Banar 2
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

Medical add