
সুনামগঞ্জে জামায়াতে ইসলামীর ঝটিকা মিছিল থেকে চারজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৪ ডিসেম্বর) সুনামগঞ্জ পৌরশহরের উকিলপাড়া এলাকা থেকে পুলিশ তাদের আটক করে।
আটকৃতরা হচ্ছে- শহরতলির ছমেদনগর এলাকার আশরাফ আলীর ছেলে ইসলামী ব্যাংকের মঙ্গলকাটা বাজারের এজেন্ট জুয়েল মিয়া (১৬), বিশ্বম্ভরপুর উপজেলার ডলুরা গ্রামের রমজান আলীর ছেলে স্থানীয় হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক ও ওষুধ ব্যবসায়ী আমিরুল ইসলাম (২৫), সদর উপজেলার আলমপুর গ্রামের আতাউর রহমানের ছেলে মসজিদের মুয়াজ্জিন মঈনুল ইসলাম (২১), এবং বিশ্বম্ভরপুর উপজেলার গুলগাঁও গ্রামের আব্দুল গফুরের ছেলে আব্দুন নুর (২২)। এরা সকলেই একসময় ইসলামী ছাত্র শিবিরের কর্মী ছিল। এখন জামায়াতের সঙ্গে যুক্ত।
পুলিশ জানায়, মিছিলকারীরা নাশকতার ষড়যন্ত্র করছিল।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে শহরের পুরাতন বাসস্টেশন এলাকায় বিএনপির গণমিছিল চলছিল। এ সময় কাজীর পয়েন্ট এলাকা থেকে জামায়াতের একটি ঝটিকা মিছিল বের হয়। মিছিলকারীরা উকিলপাড়া এলাকায় পৌঁছালে পুলিশ ধাওয়া করে। এ সময় মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যান। পুলিশ ঘটনাস্থল থেকে চার জামায়াত কর্মীকে আটক করেছে।
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ জানান, পুলিশের কাছে তথ্য ছিল মিছিলকারীরা নাশকতার ষড়যন্ত্র করছে। একারণে পুলিশ এই চারজনকে গ্রেপ্তার করেছে।