
মেঘলা নিউজ ডেস্ক: নোয়াখালীর সুবর্ণচরে খেলতে গিয়ে পানিতে ডুবে মো. রেজাউল হক নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার দুপুর দেড়টার দিকে উপজেলার চর যুব ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মধ্য ব্যাগ্যা ১৪ নম্বর জামে মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত মো. রেজাউল হক (৬) পাংখার বাজার নূরানী তালিমুল কুরআন মাদরাসার সহকারী শিক্ষক আব্দুল হান্নানের ছেলে এবং একই মাদরাসার প্রথম জামাতের ছাত্র ছিল।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, রেজাউল হক সকালে পাংখার বাজার নূরানী তালিমুল কুরআন মাদরাসায় যায়। দুপুরের দিকে সহপাঠীদের সঙ্গে খেলাধুলার একপর্যায়ে সবার অগোচরে মাদরাসার পুকুরে যায়।
এরপর তাকে দীর্ঘক্ষণ না দেখে আশেপাশে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে তাকে উদ্ধার করা হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চরজব্বার থানার ওসি দেব প্রিয় দাশ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরবর্তীতে অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।