সেপটিক ট্যাংকে বাবা-ছেলের করুণ মৃত্যু

প্রকাশিত: ২:৩৩ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২১ | আপডেট: ১০:০৬:অপরাহ্ণ, আগস্ট ২১, ২০২১

যশোরের চৌগাছা উপজেলার চৌগাছার সিংহঝুলি গ্রামে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বাবা ছেলে মারা গেছেন। সোমবার (১৬ আগস্ট) সকালে ওই গ্রামের হাদিউজ্জামানের বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করার সময় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার দক্ষিণ কয়ারপাড়া গ্রামে মধু দাস (৪৬) ও তার ছেলে সাগর দাস (২৫)।

যশোর পুলিশের মুখপাত্র ও ডিবি ওসি রূপন কুমার সরকার জানান, সোমবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে সিংহঝুলি গ্রামের হাদিউজ্জামানের বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করছিলেন মধু দাস ও তার ছেলে সাগর দাস। এ সময় মধু দাস ট্যাংকের ভেতর পড়ে যায়।

তিনি আরও জানান, কিছু সময় অপেক্ষার পর তার বাবাকে বাঁচানোর জন্য সেপটিক ট্যাংকের ভেতরে নামে সাগর। এর পরে সাগর দাসও ভেতর থেকে না ওঠায় স্থানীয় লোকজন যশোর ফায়ার সার্ভিসকে খবর দেয়। এ সংবাদ পেয়ে যশোর ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে এসে বাবা ও ছেলের মরদেহ সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করে।

বিজ্ঞাপন
Add Custom Banar 2
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

Medical add