
নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের টানা তিনবারের উপদেষ্টা, সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, জাতীয় নেতা অ্যাডভোকেট সৈয়দ আবু নছরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
শোকবার্তায় তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
ওবায়দুল কাদের : প্রবীণ রাজনীতিবিদ অ্যাডভোকেট সৈয়দ আবু নছরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি এক শোকবার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
নুরুল ইসলাম নাহিদ : অ্যাডভোকেট সৈয়দ আবু নছরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি। তিনি এক শোক বার্তায় বলেন, শুধু সিলেটবাসী নয়; দেশবাসী আজ একজন জননেতাকে হারাল।
সৈয়দ আবু নছরের চলে যাওয়ার শূণ্যতা পূরণ হবে না। তিনি বলেন, আবু নছর আমাদের নেতা ছিলেন। তিনি ছিলেন আওয়ামী লীগের দুর্দিনের কান্ডারী। মহান আল্লাহতালা তার পরিবার, পরিজন, কর্মী-সমর্থক, শুভাকাক্সিক্ষদেরকে শোক সইবার শক্তি দিন।
এদিকে, আবু নছরের মৃত্যুর খবর পেয়ে তাঁর মেন্দিবাগস্থ বাসায় রোববার বিকেলে ছুটে যান দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী নুরুল ইসলাম নাহিদ। এসময় তিনি আবু নছরের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।
পররাষ্ট্রমন্ত্রী : বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য, সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক বর্ষীয়ান রাজনীতিবিদ অ্যাডভোকেট সৈয়দ আবু নছরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।
এক শোক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, সৈয়দ আবু নছরের মৃত্যুতে জাতি একজন দেশশ্রেমিক নেতা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের ধারক ও বাহককে হারাল। অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনার অধিকারী সৈয়দ আবু নছর সিলেটের রাজনীতিতে যে অবদান রেখেছেন সিলেটবাসী তা চিরদিন স্মরণ রাখবে ।
ড. মোমেন মরহুমের শোকসন্তপ্ত পরিবার ও রাজনৈতিক অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।
প্রবাসী কল্যাণমন্ত্রীর শোক : বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের টানা তিনবারের সদস্য, সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ আবু নছর এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ।
রোববার এক শোকবার্তায় মন্ত্রী বলেন, ‘অ্যাডভোকেট সৈয়দ আবু নছর বাংলাদেশ আওয়ামী লীগের একজন নিবেদিত প্রাণ নেতা ছিলেন। তিনি আজীবন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ এবং মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের জন্য রাজনীতি করেছেন। এছাড়াও তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে সিলেট জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি)’র দায়িত্ব পালন করেছেন। তাঁর মৃত্যুতে সারাদেশ তথা সমগ্র সিলেটবাসী একজন দেশপ্রেমিক রাজনীতিককে হারাল।’
মন্ত্রী আরো বলেন, সিলেটের রাজনীতিতে উল্লেখযোগ্য অবদানের কারণে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
আওয়ামী লীগ নেতৃবৃন্দের শোক : পৃথক শোক বার্তায় সৈয়দ আবু নছরের রুহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসাইন, জেলার ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান।
অপরদিকে, সৈয়দ আবু নছরের মৃত্যুতে পৃথকভাবে শোক প্রকাশ করেছেন সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব ও হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি। তাঁরা মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
জেলা ও মহানগর যুবলীগ : পৃথক শোক বার্তায় সৈয়দ আবু নছরের রুহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ (ভিপি) ও সাধারণ সম্পাদক শামীম আহমদ, মহানগরের সভাপতি আলম খান মুক্তি ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার।
জেলা ও মহানগর ছাত্রলীগ : শোক বার্তায় সৈয়দ আবু নছরের রুহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ এবং মহানগরের সভাপতি কিশোয়ার জাহান সৌরভ ও সাধারণ সম্পাদক নাঈম আহমদ।
প্রসঙ্গত, শনিবার রাত সাড়ে ৯টায় সিলেট নগরীর মেন্দিবাগ এলাকায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন অ্যাডভোকেট সৈয়দ আবু নছর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী, শত শত রাজনৈতিক নেতাকর্মী রেখে গেছেন।
বার্তা প্রেরক
নুরুল হক শিপু
০১৭৩৭ ৪০১৩১৭