সোনার বাংলা গড়তে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে: ডা. আরমান শিপলু

প্রকাশিত: ৬:০৫ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০২১ | আপডেট: ৬:০৭:অপরাহ্ণ, আগস্ট ২১, ২০২১

নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জালালাবাদ রাগিব-রাবেয়া মেডিকেল হাসপাতালের উপ-পরিচালক ডা. আরমান আহমদ শিপলু বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজীবনের সেই লালিত স্বপ্ন সোনার বাংলা গড়ার প্রত্যয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত একটি প্রগতিশীল, গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

শনিবার (২১ আগস্ট) দুপুরে অশ্রুঝরা শোকাবহ রক্তস্নাত আগস্ট উপলক্ষ্যে বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের হাতে গাছের চারা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন তিনি ।

এসময় তিনি বঙ্গবন্ধু স্বেচ্চাসেবী পরিষদ, সুরমা বয়েজ ক্লাব, ওয়েব অব হিউম্যানিটি এলায়েন্স, ছড়ারপাড় যুব উন্নয়ন সংঘ সুগন্ধা, চালিবন্দর যুব কল্যাণ সংস্থা, উদীপ্ত সিলেট, ক্লিন সিটির নেতৃবৃন্দের হাতে গাছের চারা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী তুলে দেন।

১৪নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক কাজী মুকিত সুমনের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আওয়ামীলীগ নেতা আব্দুর রহমান।

অতিথিবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট মহানগর আওয়ামীলীগের সদস্য আব্দুল আজিম জুনেল, ১৪নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি সিরাজুল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক এডভোকেট বিজয় কুর দেব বুলু, আওয়ামীলীগ নেতা সাইফুল আলম খান কয়েছ, আওয়ামীলীগ নেতা এনাম আহমদ, ১৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি এম এ মতিন, কামাল আহমদ, আব্দুল গফফার মিন্টু, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সম্পাদক সাইফুর রহমান সাইফুর।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সুরমা বয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আনোয়ার হোসেন, ওয়েব অব হিউম্যানিটি এলায়েন্স এর প্রতিষ্ঠাতা সভাপতি কাজী মুহিবুর রহমান সুমন, বঙ্গবন্ধু স্বেচ্চাসেবী পরিষদের নেতা ছাত্রনেতা জঙ্গীনুর জিবান, উদীপ্ত সিলেটের সভাপতি আবিদ কাওসার, ক্লিন সিটির সভাপতি নাজিবুর রহমান নাজিব প্রমুখ।

বিজ্ঞাপন
Add Custom Banar 2
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

Medical add