স্কটল্যান্ডে ছুরিকাঘাতে বিয়ানীবাজারের যুবক খুন!

প্রকাশিত: ৩:১১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২১ | আপডেট: ৩:১১:অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২১

মেঘলা নিউজ ডেস্ক: স্কটল্যান্ডের একটি ইন্ডিয়ান রেষ্টুরেন্টে শুক্রবার সন্ধ্যায় কথাকাটির জের ধরে সহকর্মীর ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছেন। নিহত ওই যুবকের নাম সেলিম উদ্দিন। নিহত সেলিম উদ্দিনের বাড়ি সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার ফতেহপুর গ্রামে। তিনি মরহুম সাদই মিয়ার ছেলে।

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইউকের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ আহমদ মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। এদিকে সেলিম উদ্দিন দীর্ঘ ২০ বছর যুক্তরাজ্যে বসবাসের পর মাত্র কয়েকদিন পূর্বে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পেয়েছিলেন। হত্যাকারীকে ছুরিসহ হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে সেলিম উদ্দিনের এই নির্মম মৃত্যুতে বাঙালি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন
Add Custom Banar 2
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

Medical add