
স্টাফ রিপোর্টার: সিলেট-৩ আসনের এমপি, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, প্রশিক্ষিত জনশক্তি দেশের সম্পদ। এদের মাধ্যমেই দেশের উন্নয়ন-অগ্রগতি তরান্বিত হয়। তাই যুব সমাজকে শুধু নিজের নয়, দেশের প্রয়োজনে প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে নিজেকে প্রশিক্ষিত করে গড়ে তুলতে হবে। দক্ষতা অর্জনের মাধ্যমে শুধু দেশে নয়, বিদেশের মাটিতেও শ্রমের মর্যাদা পাওয়া যায়। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে দক্ষ জনশক্তির বিকল্প নেই।
সোমবার (১৮ অক্টোবর) বিকালে নগরীর আলমপুরস্থ সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিন ‘শেখ রাসেল দিবস’ উপলক্ষ্যে আয়োজিত দিনব্যাপী আলোচনা সভা, নবীন বরণ, দোয়া মাহফিল ও বিদেশগামীদের মধ্যে সনদপত্র বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।
সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)র ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওয়ালিউল্লা মোল্লার সভাপতিত্বে ও ইন্সট্রাক্টর জাকির হোসাইন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর আজম খাঁন, প্রবাসী কল্যাণ ব্যাংকের সিলেটের আঞ্চলিক প্রধান মোঃ মাহে আলম, সিলেট জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিসের সহকারী পরিচালক মীর কামরুল হোসেন, ২৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নিজাম উদ্দিন ইরান, সেক্রেটারি সয়েফ খাঁন, লক্ষীপাশা মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক জুবায়ের খান।
হাফিজ ওবায়দুল হকের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচীত অনুষ্ঠানে বক্তব্য রাখেন টিটিসির চীফ ইন্সট্রাক্টর শাহ আলম পাটোয়ারী, সিনিয়র ইন্সট্রাক্টর মনিরুজ্জামান মনির, মিতা রানী সিনহা, মাজেদুর রহমান, রেজাউল করিম, ইন্সট্রাকটর ওমর ফারুক, শফিকুল ইসলাম, জবপ্লেসমেন্ট অফিসার নীলুফার ইয়াসমিন নীলা, শিক্ষার্থী সাইদুর রহমান, সাদিকুর রহমান, অনিক আহমদ প্রমুখ।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি এমপি হাবিবুর রহমান হাবিব সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন ট্রেড পরিদর্শন করেন এবং প্রশিক্ষণার্থীদের সাথে কুশল বিনিময় করেন। শেখ রাসেল দিবসের শুরুতে সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে সোমবার সকালে বিভিন্ন ট্রেডের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন টিটিসি’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওয়ালিউল্লা মোল্লা।