
প্রেস বিজ্ঞপ্তি: মোঃ রওয়াব আলী মহান মুক্তিযুদ্ধে সুনামগঞ্জ জেলার সাছনা, জামালগঞ্জ, ছাতক, টেংরাটিলা, সিলেট জেলার জৈন্তাপুর, জাফলং, কোম্পানীগঞ্জ সহ বিভিন্ন এলাকায় ৫নং ভোলাগঞ্জ সেক্টরে, সেক্টর কামান্ডার মীর শওকত আলী ও এ.এস হেলাল উদ্দিন এর অধিনে যুদ্ধ করেছেন।
মুক্তিযুদ্ধের সময় মোঃ রওয়াব আলী এম.এফ রেঙ্ক লাভ করেন। তিনি এল.এম.জি অস্ত্র ব্যবহার করে যুদ্ধ করেন। অগাত কারণে দেশ স্বাধীনতার ৫০ বছর পরও মুক্তিযোদ্ধা গেজেটে তাঁর নাম অন্তুর্ভুক্ত হয়নি।
মোঃ রওয়াব আলী সিলেট জেলার (বর্তমান) দক্ষিণ সুরমা উপজেলার, থানা ও ডাকঘর- মোগলাবাজারের হরগৌরী গ্রামের মৃত আব্দুল মনাফ এর পুত্র। তিনি তিনি ১৯৪২ সালে ২ ফেব্রুয়ারি জন্ম গ্রহণ করেন এবং ২০১১ সালের ১২ জানুয়ারী নিজ বাড়িতে ইন্তেকাল করেন।
তাঁর ছেলে ভূমিহীন মোঃ ফয়সাল আহমদ (ফয়ছল) মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আকুল আবেদন আমার পিতা মৃত মোঃ রওয়াব আলী’র নাম মুক্তিযোদ্ধা তালিকার গেজেটে অন্তর্ভুক্ত করার সবিনয় অনুরোধ জানিয়েছেন।
উল্লেখ্য, জামুকা সার্ভার এর সমস্যার কারণে অনলাইনে আবেদন করতে না পারায় সর্বশেষ গেজেটে নাম ওঠেনি। মুক্তিযোদ্ধা হিসেবে মোঃ রওয়াব আলীর যাবতীয় কাগজপত্র সংরক্ষিত আছে।