স্বামী ছাড়াই ছেলে সন্তান জন্ম দিলেন নায়িকা নুসরাত জাহান

প্রকাশিত: ১১:১৫ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০২১ | আপডেট: ১১:১৫:অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০২১
হাসপাতালে নুসরাতের পাশে ছিলেন অভিনেতা যশ

পুত্রসন্তানের জন্ম দিলেন পশ্চিবঙ্গের চিত্রনায়িকা ও সাংসদ নুসরাত জাহান। বৃহস্পতিবার দুপুরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নায়িকা তার প্রথম সন্তানের জন্ম দেন। কলকাতার শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার জানিয়েছে, নুসরাত জাহান ও নবজাতক উভ’য়েই সু’স্থ আছেন। হাসপাতালে নুসরাতের পাশে ছিলেন অভিনেতা যশ।

নুসরাতকে নিয়ে বি’ত’র্কের শেষ নেই! প্রশ্ন উঠেছে তার প্রথম সন্তানকে নিয়েও। তার স্বামী, ব’ন্ধু নিয়েও বিস্তর জলঘো’লা হয়েছে, পশ্চিমবাংলার রাজনীতিতেও! তিনিই একমাত্র ভারতবর্ষের নারী তারকা সাংসদ যিনি, পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থাকে চ্যা’লে’ঞ্জে ফেলেছেন! সন্তানের বাবার পরিচয় না দিয়েই তিনি মা হয়েছেন।

বেশ কয়েক মাস ধরেই তিনি সংবাদমাধ্যম ও সোশাল মিডিয়াতে আ’লোচনার লাইমলাইটে রয়েছেন। এই সুন্দরী নায়িকা সাং’সদের ব্যক্তিগত জীবন নিয়ে আগ্রহের পারদ তুঙ্গে নে’টিজেন’দের। তবে অভিনেত্রী কৌশলী। জনসম’ক্ষে তেমন ভাবে না থেকেও সোশাল মিডিয়াতে ধারাবাহিক ভাবে ই’ঙ্গিতপূর্ণ বার্তা দিয়ে যাচ্ছিলেন।

টলিউডের প্রথম সারির এই নায়িকার অ’ন্তঃস’ত্ত্বা হওয়ার খবর ছ’ড়িয়ে পরার পর থেকেই তার সন্তানের পিতৃপরিচয় নিয়ে তু’ঙ্গে স’মালো’চনা। তবে এব্যাপারে গা-ছাড়া ভাব অভিনেত্রীর। কয়েক মাস ধরেই মাতৃ’ত্বের প্রহর গুনছেন অভিনেত্রী নুসরাত জাহান। তার শরীরে আর সৌ’ন্দর্যের চোখে মুখে ফু’টে উঠেছে অচেনাজীবনের চেনা লালিত্য। বৃষ্টি ভেজা কলকাতা শহরের বিভিন্ন রেস্তোরাঁয় সময় কা’টাতে মাঝেমাঝেই বেরিয়ে পড়ছিলেন তিনি। সোশাল মিডিয়াতে সেই সব ছবি আনন্দের সঙ্গে শেয়ারও করছিলেন সাংসদ অভিনেত্রী।

সম্পর্কের গু’ঞ্জ’নের মাঝেই, বেবি বা’ম্পের ছবি নিজের ওয়ালে, ব্যক্তিগত সম্পর্ক নিয়ে ধারাবাহিক বিবৃ’তি জা’রি রেখে, একেবারেই বি’ত’র্কের কেন্দ্রবিন্দুতে থেকেছেন অভিনেত্রী সাংসদ নুসরাত জাহান। নিখিল জৈনের সঙ্গে তার ব্যক্তিগত সম্প’র্কের অবন’তি ঘটেছে। অপরদিকে তার অ’ন্তঃস’ত্ত্বা হওয়ার খবরে শোরগোল পড়ে গিয়েছিল সম্প্রতি মিডিয়াতে।

একাধিকবার ছবিতে একস’ঙ্গে দেখা গিয়েছে বলিউডের অন্য দুই অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও তনুশ্রী চক্রবর্তী’কেও। নিখিলের সঙ্গে তার সম্পর্ক নিয়ে একটি বিবৃ’তি জা’রি করার পর সাংসদ অভিনেত্রী নুসরাত সাধারণত চুপই থেকেছেন। তবে জীবনকে উপভোগ করতে বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় অর্থপূর্ণ স্ট্যাটাস দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন
Add Custom Banar 2
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

Medical add