স্বাস্থ্যবিধি মেনে শ্রেণি কার্যক্রম চালুকরণের লক্ষ্যে মত বিনিময় সভা অনুষ্ঠিত গোলাপগঞ্জে।

প্রকাশিত: ৮:৫২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২১ | আপডেট: ৮:৫২:অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২১

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার অডিটোরিয়ামে উপজেলায় শিক্ষার গুনগতমান উন্নয়ন ও স্বাস্থ্যবিধি মেনে শ্রেণি কার্যক্রম চালুকরণের লক্ষ্যে প্রস্তুতি গ্রহণ সংক্রান্ত শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের( কলেজ,স্কুল ও মাদ্রাসা) সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়

সভায় প্রধান অতিথির বক্তব্যে গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল বলেছেন, শিক্ষকরা হচ্ছেন মানুষ গড়ার কারিগর। শিক্ষক ছাড়া উন্নত সমাজ ও উজ্জ্বল জীবন কল্পনাতীত।

তাদের শিক্ষার আলো যেমনি শিক্ষার্থীদের সামনের পথচলাকে সুদৃঢ় করে, তেমনি তাদের স্নেহ, মমতা, ভালোবাসা শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে।

করোনা মহামারির কারণে অনেকদিন ধরে স্কুল কলেজ মাদ্রাসা বন্ধ ছিল। এজন্য অনেক শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানে আসার মনোযোগ হারিয়েছে। শিক্ষার্থীদের মনোযোগ ফিরিয়ে আনতে শিক্ষকদের গুরু দায়িত্ব পালন করতে হবে ।

মহামারি করোনা এখনো শেষ হয়ে যায়নি। তাই যাতে শিক্ষার্থীরা স্বাস্থ্য বিধি মেনে বিদ্যালয়ে আসে এজন্য আপনাদের দৃষ্টি রাখতে হবে।

উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম কবিরের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অভিজিৎ কুমার পালের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজিরা বেগম শীলা, উপজেলা কৃষি অফিসার মো. আনিচ্ছুজামান, উপজেলা প্রকৌশলী মো. মাহমুদুল হাসান, ঢাকাদক্ষিণ সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ , সরকারী এমসি একাডেমী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সুজিত কুমার তালুকদার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দেওয়ান নাজমুল আলম।

সভা শেষে সকল প্রতিষ্ঠানকে মাস্ক, নিম ও আমলকির গাছের চারা বিতরণ করা হয়।

বিজ্ঞাপন
Add Custom Banar 2
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

Medical add