স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রীর সংবাদ সম্মেলন স্থগিত

প্রকাশিত: ১১:২৫ পূর্বাহ্ণ, অক্টোবর ৭, ২০২১ | আপডেট: ১১:২৫:পূর্বাহ্ণ, অক্টোবর ৭, ২০২১

মেঘলা নিউজ ডেস্ক: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেকের সংবাদ সম্মেলন অনিবার্যকারণবশত স্থগিত করা হয়েছে।

জেনেভা সফর, ভ্যাকসিন ইস্যু ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আজ বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুর ১টা সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

বুধবার রাতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাঈদুল ইসলাম প্রধান জানিয়েছিলেন, বৃহস্পতিবার দুপুর ১টা থেকে ২টার মধ্যবর্তী যে কোনো সময়ে স্বাস্থ্যমন্ত্রী মিডিয়া ব্রিফিং করবেন। কিন্তু একই সময়ে স্বাস্থ্যমন্ত্রী কেরানীগঞ্জে অন্য একটি অনুষ্ঠানে অংশ নেবেন। এ কারণে সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে।

আগামী সপ্তাহের শুরুতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হতে পারে।

গত ২৭ সেপ্টেম্বর রাত পৌনে ২টায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ব্যুরো মিটিংয়ে যোগ দিতে সুইজারল্যান্ডের জেনেভায় যান স্বাস্থ্যমন্ত্রী।

জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার ব্যুরো সভায় যোগদান ছাড়াও ডব্লিউএইচওর মহাপরিচালক ড. তেদ্রস আধানম গেব্রিয়েসুস গেব্রিয়েসুস, গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন অ্যান্ড ইমুনাইজেশনের (জিএভিআই) প্রধান নির্বাহী ও গ্লোবাল ফান্ড ম্যানেজমেন্ট টিমের সদস্য গেরদা ভারবারগের সঙ্গে করোনা মোকাবিলাসহ চিকিৎসা, জনসংখ্যা ও পুষ্টি সংক্রান্ত বিষয়ে পৃথক বৈঠক করেন তিনি।

জেনেভায় স্বাস্থ্যমন্ত্রীর সফরসঙ্গী ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেছা বেগম, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব কামরুল হাসান, উপ-সচিব মো. সাদেকুল ইসলাম ও ঢাকার তেজগাঁও হেলথ কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মফিজুল ইসলাম বুলবুল।

সফর শেষে গতকাল বুধবার (৬ অক্টোবর) সকালে সফরসঙ্গীদের নিয়ে দেশে ফিরেন স্বাস্থ্যমন্ত্রী।

বিজ্ঞাপন
Add Custom Banar 2
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

Medical add