
মেঘলা নিউজ ডেস্ক: স্মার্ট ফোন কিনে না দেয়ায় নোয়াখালী সদর উপজেলায় তাসলিমা আক্তার (১৭) নামের এক কলেজ ছাত্রী বিষপান করে আত্মহত্যা করেছে। গত শনিবার (০৯ অক্টোবর) রাতে নোয়াখালী পৌরসভার ৮নং ওয়ার্ডে এই আত্মহত্যার ঘটনা ঘটে।
নিহত কলেজ ছাত্রী নোয়াখালী পৌরসভার ৮নং ওয়ার্ডের চান মিয়ার মেয়ে। তিনি সোনাপুর ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, তাসলিমা তার বাবার কাছে একটি স্মার্ট ফোন কিনে দিতে বলে। এ নিয়ে পরিবারের ঝগড়া হয়। এরই জের ধরে শনিবার রাত সাড়ে আটটার দিকে সকলের অজান্তে বিষপান করে সে।
তাকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সুধারাম মডেল থানা পুলিশ নিহতের সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করে। এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।